TRENDING:

Barcelona faces Bayern : বায়ার্নের বিরুদ্ধে আজ বদলার ম্যাচ বার্সেলোনার

Last Updated:

FC Barcelona up against Bayern Munich. বার্সেলোনা ডিফেন্সের বড় পরীক্ষা এই ম্যাচে। পিকে, লেঙ্গেলট, আরাউজোরা লেভানদোস্কিকে, মুলার, সানেদের জার্মান মেশিনারিকে আটকাতে পারে কিনা সেটাই দেখার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

৮-২ গোলে হারের ক্ষত এখনো শুকায়নি। লিওনেল মেসি, লুই সুয়ারেসদের মতো তারকাদের নিয়েও বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। ক্যাটালান ক্লাবের ইতিহাসে যা ছিল অন্যতম দুঃস্বপ্নের দিন। অর্থনৈতিক টানাপড়েনে প্রাণভোমরা লিওনেল মেসি, আন্তোয়ান গ্রিয়েজমান সহ ক্লাব ছেড়েছেন ১০ জনের বেশি খেলোয়াড়। ইনজুরিতে ১০ নম্বর জার্সি পাওয়া আনসু ফাতি (Ansu Fati), উসমান দেম্বেলে, মার্টিন ব্রাথওয়েট ও সের্হিয়ো আগুয়েরো।

advertisement

তাই ফরোয়ার্ড হিসেবে ফিলিপ্পে কৌতিনিয়োর সঙ্গে সেভিয়া থেকে আসা লুক ডি ইয়ংকে খেলাবেন কোম্যান। এ ছাড়া মেমফিস দেপেই (Memphis Depay) , পেদ্রি, ফ্রাংকি ডি ইয়ং, জেরার্দ পিকে, টের স্টেগেনদের নিয়ে সমীহ করার মত দলই বার্সেলোনা। ৮ -২ গোলের ঐতিহাসিক সেই ম্যাচের একাদশে থাকা সাতজন থাকবেন আজ ন্যু ক্যাম্পেও (Camp Nou) । গত মরশুমে রেকর্ড ৪১ গোল করা রবার্ত লেভানদোস্কিকে আটকাতে না পারলে ভুগতে হবে বার্সাকে।

advertisement

তাছাড়া ইউলিয়ান নাগেলসমানের দলের অন্যরাও ছন্দে। জার্মান কাপে তারা ১২-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রেমারকে। বুন্দেসলিগার (Bundesliga) সর্বশেষ দুই ম্যাচে হার্থাকে ৫-০ আর লিপজিগকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। সব মিলিয়ে এই ম্যাচে বার্সেলোনার ঘরের মাঠে খেলা হলেও ফেভারিট হিসেবে শুরু করবে জার্মান জায়ান্টরা। বার্সেলোনা ডিফেন্সের বড় পরীক্ষা এই ম্যাচে। পিকে, লেঙ্গেলট, আরাউজোরা লেভানদোস্কিকে (Robert Lewandowski), মুলার, সানেদের জার্মান মেশিনারিকে আটকাতে পারে কিনা সেটাই দেখার।

advertisement

লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর থেকে এমনিতেই বার্সেলোনা সমর্থকদের মনে একটা দুঃখ রয়ে গিয়েছে। ক্লাবের টিকিট বিক্রি আগের থেকে অর্ধেক হয়ে গিয়েছে। কিন্তু মঙ্গলবার রাতে যদি জার্মান দলকে হারিয়ে দিতে পারে বার্সেলোনা, তাহলে হয়তো সমর্থকরা আবার মাঠ মুখী হবে।

বার্সেলোনা বনাম বায়ান মিউনিখ

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

আজ রাত - ১২:৩০

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Barcelona faces Bayern : বায়ার্নের বিরুদ্ধে আজ বদলার ম্যাচ বার্সেলোনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল