TRENDING:

Euro 2020: দুই শিবিরে অন্দরমহলে সব খবর, Italy vs Spain ম্যাচের আগে হন আপ টু ডেট

Last Updated:

ইতালি বনাম স্পেন (Italy vs Spain) ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা, চড়ছে উন্মাদনার পারদ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ইতালি বনাম স্পেন (Italy vs Spain) ম্যাচ আর কয়েক ঘণ্টা পেরোলেই৷ তার আগে দু দলেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ খবর৷
advertisement

বেলজিয়ামে-র বিরুদ্ধে রাউন্ড ১৬ -র ( last 16) ম্যাচে চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছেন লিওনার্ডো স্পিনাজ্জোলা (Leonardo Spinazzola) ৷ ফলে সেমিফাইনালেও তাঁকে পাবে না ইতালি (Italy)৷

স্পেনের (Spain) পক্ষে ভালো খবর পাবলো সারাবিয়া (Pablo Sarabia) সুস্থ হয়ে গেছেন৷ সুইৎজারল্যান্ড (Switzerland) ম্যাচে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়৷

advertisement

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই নিয়ে টানা তৃতীয় বার এই দুই দল মুখোমুখি হয়েছিল৷ ২০১২ সালে ৪-০ গোলে ফাইনালে স্পেন জিতেছিল৷ এর পাঁচবছর আগে ইতালির কাছে নকআউট পর্বে শেষ ১৬ তে ২-০ গোলে হেরেছিল স্পেন৷

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (European Championship) স্পেনের থেকে বেশি কেউ আত্মঘাতী গোল থেকে সুবিধা পায়নি৷ ইউরো ২০২০ তে (EURO 2020) স্পেনের স্কোর লাইনে তিনটি বিপক্ষ দলের আত্মঘাতী গোলের সৌজন্য রয়েছে৷

advertisement

লোরেঞ্জো ইনসাইন (Lorenzo Insigne) নিজের শেষ ১৫ ম্যাচে ১৩ টি গোলে যুক্ত রয়েছেন৷ তিনি মোট ৬ টি গোল  করেছেন ও ৭ টি গোলে সহযোগিতা করেছেন৷ বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে ২-১ স্কোরলাইনেও তাঁর অবদান রয়েছে৷ কোয়ার্টার ফাইনালে তাঁর গোলেই ইতালির সেমিফাইনালের টিকিট হয়৷

স্পেনের জুটি ডানি ওলমো (Dani Olmo) ১৬ এবং জেরার্ড মরেনো (Gerard Moreno) যথাক্রমে ১৬ ও ১৫ টি গোলে টার্গেট নিয়েছেন যার একটিও গোল হয়নি৷ গোটা ইউরোতে এর চেয়ে বেশি কেউ শট নেয়নি৷ যেখানে রোনাল্ডো ও ৯ টি শটের ৪ টি গোল করেছেন, অ্যালভেরো মোরাতা ৪ টি গোল করেছেন আর তিনি ১৫ টি শটের একটিও গোলে কনভার্ট করতে পারেননি৷

advertisement

এবারের ইউরোতে ইতালি খুবই ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছে৷ অন্যদিকে টুর্নামেন্টে টুকরোতে ভালো খেলেছে স্পেন৷ কোনও কোনও ম্যাচে বরং বলা ভালো ম্যাচগুলির কিছু কিছু পর্বে তাদের তুখোড় পারফরম্যান্স দেখা গেছে৷ তাই ইতালি বনাম স্পেন (Italy vs Spain) ম্যাচের আগে গোটা ফুটবল দুনিয়া মেগা টক্করের সাক্ষী হওয়ার আশায় প্রহর গুনছে৷ ইউরোপীয় ফুটবলে ধারাবাহিক সাফল্যের নিরিখে ফের একবার মুখোমুখি আজুরি ও স্প্যানিশ আর্মাডা৷ ওয়েম্বলিতে (Wembley) ভারতীয় সময় অনুযায়ি রাত সাড়ে বারোটায় একেবারে জবরদস্ত ঝড় ওঠার অপেক্ষা৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: দুই শিবিরে অন্দরমহলে সব খবর, Italy vs Spain ম্যাচের আগে হন আপ টু ডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল