TRENDING:

EURO 2020, Croatia vs Scotland: স্কটল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোর শেষ ষোলোয় ক্রোয়েশিয়া

Last Updated:

Croatia vs Scotland: দুরন্ত জয়ের ফলে চেক প্রজাতন্ত্রকে টপকে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করল ক্রোয়েশিয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রোয়েশিয়া: ৩ (ভ্লাসিচ-১৭’, লুকা মদ্রিচ- ৬২’, ইভান পেরিসিচ-৭৭’)
Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
advertisement

স্কটল্যান্ড: ১  (ক্যালাম ম্যাকগ্রেগর-৪২’)

গ্লাসগো: ইউরোয় গ্রুপ-ডি থেকে ইংল্যান্ড ছাড়া আর কোন দল নকআউটে যাবে, তা জানার আগ্রহ ছিল সবার মধ্যেই ৷ শেষপর্যন্ত স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে নাটকীয় প্রত্যাবর্তন ক্রোয়েশিয়ার ৷ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে এদিন স্কটিশদের ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল ক্রোয়েশিয়া ৷

advertisement

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারার পর চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধেও ড্র করে ক্রোয়েশিয়া ৷ তাই এই ম্যাচে জেতা ছাড়া আর কোনও উপায় ছিল না ক্রোটদের কাছে ৷ ম্যাচে দুর্দান্ত খেললেন মদ্রিচ, পেরিসিচরা ৷ গোলও করলেন তাঁরা ৷ ১৭ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে এগিয়ে যায় ক্রোটরা ৷ এরপর স্কটল্যান্ডের হয়ে ৪২ মিনিটে গোলশোধ করেন ক্যালাম ম্যাকগ্রেগর ৷ প্রথমার্ধ ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট সতেরোর মধ্যেই গোল করেন মদ্রিচ ৷ এরপর ৭৭ মিনিটে পেরিসিচ আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন ক্রোয়েশিয়ার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রান্নার প্যাশনকে কাজে লাগিয়ে বের করলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া, করছেন অঢেল লাভ
আরও দেখুন

দুরন্ত জয়ের ফলে চেক প্রজাতন্ত্রকে টপকে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করল ক্রোয়েশিয়া ৷ দুই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে চেকদের টপকে নকআউটে মদ্রিচরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020, Croatia vs Scotland: স্কটল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোর শেষ ষোলোয় ক্রোয়েশিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল