প্রি কোয়ার্টার পর্যন্ত ইংল্যান্ডের পারফরম্যান্স ভরসা জোগাচ্ছে থ্রি লায়ন্স ফ্যানদের। বেলজিয়ামের পরেই টুর্নামেন্টে সবথেকে বেশি গোল হ্যারি কেনদেরই। শেষ কয়েকবারের মিথ ভেঙে শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে জিতে নজির গড়েছে ইংল্যান্ড। কীভাবে শেষ আটে উঠল ইংল্যান্ড ?
প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় দিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে পানামাকে ৬-১ গোলে উড়িয়ে দেন ডেলে আলিরা। গ্রুপের শেষ ম্যাচে ছন্দপতন। বেলজিয়ামের কাছে ১ গোলে হারে ইংল্যান্ড। প্রি-কোয়ার্টারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ। নির্ধারিত সময় পর্যন্ত ১-১ গোলে ড্র ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নার্ভ ধরে রেখে অবশেষে পেনাল্টি শুটআউটে জয় আদায় করে থ্রি লায়ন্সরা। অধিনায়ক হ্যারি কেন ৬টি গোল করে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। তার মধ্যে পেনাল্টি থেকে করেছেন ৩ গোল। ৪ বার গোল হজম করেছে ইংল্যান্ড।
advertisement
কোয়ার্টারে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ইংল্যান্ডের সামনে। সুইডেনকে হারাতে পারলেই সেমিফাইনালের দরজা খুলে যাবে হ্যারি কেনদের সামনে।