বিশ্বকাপের জন্য নয়াভাবে তৈরি হওয়া এই স্টেডিয়ামের বৈশিষ্ট্য আগেই নিউজ ১৮ জানিয়েছে ৷ ছোট এই স্টেডিয়ামের দর্শকাসন বাড়ানোর জন্য গ্যালারি এমনভাবেই বাড়ানো হয়েছে যে গ্যালারিগুলি অনেক উঁচু হয়ে গেছে ৷ ফলে এই মাঠে যাঁরা ম্যাচ দেখতে আসবেন তাদের দূরবীন নিয়েই আসতে হবে ৷ ১৯৫৬ সালে তৈরি হয় স্টেডিয়ামটি রাশিয়ার অন্যতম প্রাচীন স্টেডিয়াম ৷
advertisement
আরও পড়ুন - কাউন্টডাউন শেষে কিক অফ, রাশিয়া বনাম সৌদি আরব ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে
এবারের বিশ্বকাপে মিশরও সকলের নজরে ৷ লিভারপুলের জার্সি গায়ে মাঠ কাঁপানো সালাহ এখন ফুটবল বিশ্বের বড় মাপের তারকা ৷ যদিও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পাওয়ায় প্রথম ম্যাচে সালাহর খেলা বড় প্রশ্নচিহ্নের সামনে। তবে ইতিমধ্যেই মাঠে নামতে মরিয়া মিশর তারকা।
১৫ জুন মিশর বনাম উরুগুয়ে খেলা শুরু হবে বিকেল ৫.৩০ এ ৷ এদিকে এই ম্যাচে উরুগুয়ের তারকা সুয়ারেজও মাঠে নামবেন ৷ তাই তিনিও লাইমলাইট ছিনিয়ে নেওয়ার কোনও কসুর করবেন না ৷ ফলে একতেরিনবার্গের স্টেডিয়ামে কার্যত সেয়ানে সেয়ানে কোলাকুলি ৷
