TRENDING:

শুক্রবার সামনে টেবিলটপ মুম্বই, কঠিন চ্যালেঞ্জের মুখে ফাওলারের ইস্টবেঙ্গল

Last Updated:

গোয়ার তিলক ময়দানে শুক্রবার মুম্বই সিটি এফসি-র মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : খাতায়-কলমে সামনে এবার আইএসএলের সব থেকে শক্তিশালী দল। গোয়ার তিলক ময়দানে শুক্রবার মুম্বই সিটি এফসি-র মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল। সাতের আইএসএলের প্রথম পর্বে মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ গোলে হার এখনও দগদগে। শেষ সাত ম্যাচে অপরাজিত থাকলেও জয় আসেনি নড়বড়ে কেরালা ব্লাস্টার্স কিংবা চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে। টেবিলের শীর্ষে থাকা মুম্বইকে তাই কী ভাবে সামলাবেন পিলকিংটন, স্টেনম‍্যানরা, সেই ভাবনাতেই মশগুল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।
advertisement

রবি ফাওলারের সহকারী কোচ রেনেডি সিং বলছিলেন,"মুম্বই ভালো দল। এবারের আইএসএলে ওরা সত্যিই ভালো খেলছে।" নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট এনোবাখারের অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে ফাওলারের দলে। শেষ সাত ম্যাচের মধ্যে জয় এসেছে দুটিতে। ড্র পাঁচটা ম‍্যাচে। পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গলকে ভদ্রস্থ জায়গায় তুলে আনতে মুখ্য ভূমিকা সেই ব্রাইট এনোবাখারের। কিন্তু তারপরেও সামনে যখন সের্গিও লোবেরার মুম্বই সিটি, তখন ভাবতে তো হবেই!

advertisement

মাঘোমা কিংবা ব্রাইটের অত্যাধিক বল ধরে রাখার প্রবণতা সুবিধা করে দিচ্ছে প্রতিপক্ষের। গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছেন বিপক্ষের ডিফেন্ডাররা।ফাওলারের মাঝমাঠ সেভাবে সচল নয়। ডিফেন্সে ফাঁকফোকর রয়েছে। স্কট নেভিল কিংবা ড‍্যানি ফক্স এখনও নির্ভরতা দিতে পারেননি ইস্টবেঙ্গল রক্ষণকে। ফলে ফাওলারের দুর্ভাবনা অবাস্তব নয়।

১১ ম্যাচে ২৬ পয়েন্ট মুম্বই সিটির। আইএসএল পয়েন্ট টেবিলের মগডালে সের্গিও লোবেরার মুম্বই। ম্যাচের প্রথম মিনিট থেকে বিপক্ষকে আক্রমণে ঝাঁঝরা করে দেওয়াটাই স্প‍্যানিশ কোচের গেম প্ল‍্যান। এখনও পর্যন্ত আইএসএলের প্রথমার্ধে সর্বাধিক দশ গোল করার রেকর্ড রয়েছে মুম্বই সিটির। আইএসএলের ইতিহাসে সর্বাধিক ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে এফসি গোয়ার। দুই ম্যাচ পেছনে ১০ ম্যাচে অপরাজিত লোবেরার মুম্বই। ইস্টবেঙ্গল ম্যাচের আগে স্প্যানিশ কোচ বলছেন,"খেতাব জয়টাই আসল। বাকি কোন কিছু লেখা থাকবে না রেকর্ড বুকে।"

advertisement

টুর্নামেন্টের সর্বাধিক ১৭ গোল করা ও সবথেকে কম চার গোল খাওয়ার পরিসংখ্যানও মুম্বাই সিটির দখলে। দুরন্ত ফর্মে রয়েছেন ৩৪ বছর বয়সী ব্রিটিশ স্ট্রাইকার অ্যাডাম জেমস ফন্দ্রে। ছন্দে রয়েছেন হুগো বুমোস, মন্দার দেশাই, রাওলিন বোর্জেস, বিপিন সিংরাও। শুক্রবার ভাস্কোর তিলক ময়দানে তাই কঠিন চ্যালেঞ্জের মুখে ফাওলারের ইস্টবেঙ্গল।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

PARADIP GHOSH

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
শুক্রবার সামনে টেবিলটপ মুম্বই, কঠিন চ্যালেঞ্জের মুখে ফাওলারের ইস্টবেঙ্গল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল