TRENDING:

দু-দু’বার পিছিয়ে পড়েও গোল শোধ, টানা আট বার কলকাতা লিগ গেল ইস্টবেঙ্গলের দখলেই !

Last Updated:

ময়দানের প্রবাদ, পিছিয়ে পড়লে খোঁচা খাওয়া বাঘ হয়ে ওঠে ইস্টবেঙ্গল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোহনবাগান: ২ (৩', ৪৮')
advertisement

ইস্টবেঙ্গল: ২ ( ৪৩', ৬৫' )

#শিলিগুড়ি: ময়দানের প্রবাদ, পিছিয়ে পড়লে খোঁচা খাওয়া বাঘ হয়ে ওঠে ইস্টবেঙ্গল। মিশেলকে বরং ধন্যবাদ জানাক লাল-হলুদ সমর্থকরা। এগিয়ে থেকে ডার্বিতে নামার অ্যাডভান্টেজ শুরুতেই নষ্ট হয়ে যায় মিশেলের বদান্যতায়। তারপরও সেই একই ঘটনার পুনরাবৃত্তি আর তার পরেরটুকু তো ইতিহাস! দু'বার পিছিয়ে পড়েও ডার্বি ২-২ করে টানা আটবার কলকাতা লিগ জয়ে চতুর্থীর রাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জ্বলল মশাল। শিলিগুড়ির রঙ হল লাল-হলুদ !

advertisement

পুজোর সপ্তাহে মরশুমের প্রথম ডার্বিতে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ৷ ৩৯ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলের প্রয়োজন ছিল শুধুমাত্র একটা ড্র ৷ তবে ম্যাচ জিতেই লিগ চ্যাম্পিয়ন হতে চেয়েছিল খালিদ জামিলের দল ৷ সেটা না হলেও রুদ্ধশ্বাস একটা ম্যাচ উপহার দিতে সফল তাঁরা ৷ লিগ চ্যাম্পিয়ন হতে মোহনবাগানকে এদিন ম্যাচ জিততেই হত ৷ সেটা হল না শুধুমাত্র গুরুত্বপূ্র্ণ সময় ফুটবলাররা কিছু ভুল করে বসায় ৷তাই ম্যাচ ড্র করেও গোল পার্থক্যে টানা আট বারের জন্য কলকাতা লিগ নিজেদের ঘরে তুলতে সফল লাল-হলুদ শিবির ৷ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ইস্টবেঙ্গলের লালডানমাওইয়া রালতে।

advertisement

ইস্টবেঙ্গলে: লুই ব্যারেটো, গুরবিন্দর সিংহ, মিচেল, সামাদল আলি মল্লিক, লালরাম চুলোভা, নিখিল পূজারী, লালডানমাওইয়া রালতে, আল আমনা, মহম্মদ রফিক, উইলিস প্লাজা, গ্যাব্রিয়াল ফার্নান্ডেজ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মোহনবাগান: শিলটন পাল, রিকি লালওমাওমা, কিংশুক দেবনাথ, কিংসলে, অরিজিৎ বাগুই, আজহারুদ্দিন মল্লিক, রেনিয়ার ফার্নান্ডেজ, শিলটন ডি’সিলভা, চেস্টরপল লিংডো,আনসুমানা ক্রোমা, বাই কামো

বাংলা খবর/ খবর/খেলা/
দু-দু’বার পিছিয়ে পড়েও গোল শোধ, টানা আট বার কলকাতা লিগ গেল ইস্টবেঙ্গলের দখলেই !