মেসিদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছিলেন মদ্রিচ-রাকিতিচরা। বিশ্বকাপের অন্যতম সেরা মাঝমাঠ ক্রোয়েশিয়া দলের। রাশিয়ার ডিফেন্সে ভাঙন ধরাতে মাঝমাঠই ভরসা রাকিতিচদের। ৪ ম্যাচে এখনও পর্যন্ত ৮ গোল করেছেন মদ্রিচরা। কীভাবে শেষ আটে ক্রোয়েশিয়া ?
প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে ২ গোলে জয়। দ্বিতীয় ম্যাচে মেসিদের ডিফেন্সকে চুরমার করে ৩ গোলে জিতেছিলেন মদ্রিচরা। গ্রুপের শেষ ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জিতে প্রি কোয়ার্টারে ওঠে ক্রোয়েশিয়া। প্রি কোয়ার্টারে ডেনমার্কের বিরুদ্ধে ১-১ গোলে ড্র ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে জিতে শেষ আটে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৮ গোল করেছে ক্রোয়েশিয়া। মাত্র ২ বার গোল হজম করেছে।
advertisement
শেষ আটে আয়োজকদের বিরুদ্ধে নামবেন লুকা মদ্রিচরা। গ্যালারির চাপ সামলে ওঠাই চ্যালেঞ্জ ক্রোয়েশিয়ার সামনে।