TRENDING:

ফিরে দেখা ২০১৭: বছরের নাম রোনাল্ডো

Last Updated:

জুভেন্তাসকে ৪-১ গোলে হারিয়ে একডজন চ্যাম্পিয়ন্স লিগ জয় সম্পন্ন রিয়াল মাদ্রিদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কার্ডিফ: ক্যালেন্ডারে ৩ জুন। কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়াম। রোনাল্ডোময় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। জুভেন্তাসকে ৪-১ গোলে হারিয়ে একডজন চ্যাম্পিয়ন্স লিগ জয় সম্পন্ন রিয়াল মাদ্রিদের। এরপর...। শুধুই রোনাল্ডো। লা-লিগা, ফিফার বর্ষসেরা, পঞ্চমবার ব্যালন ডি’অর। কোনও সন্দেহ নেই মেসি-নেইমারকে পিছনে ফেলে বছরের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের বাইরেও চমক। এবছরই চতু্র্থ সন্তানের বাবা হলেন এই পর্তুগিজ মহাতারকা।
advertisement

বিশ্বকাপে থাকবে না আর্জেন্টিনা। এমন আশঙ্কা একসময় দেখা দিলেও শেষপর্যন্ত সেটা আর সত্যি হয়নি ৷ বাজিগরের নাম লিও মেসি। সুতোয় ঝুলতে থাকা মারাদোনার দেশ রাশিয়ার বিমানে উঠল অধিনায়কের পায়ের সৌভাগ্যে। লাতিন জগতে এই আনন্দের মধ্যেই ইউরোপ দুনিয়া তোলপাড়। ৫২ বছর পর বিশ্বকাপে নেই ইতালি। সঙ্গে আর এক হেভিওয়েট নেদারল্যান্ডস। চমক পানামা ও আইসল্যান্ড।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
ফিরে দেখা ২০১৭: বছরের নাম রোনাল্ডো