এদিকে, পুরনো দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত রোনাল্ডো। এদিন আবেগমাখা পোস্ট দিলেন সিআরসেভেন। ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে লিখলেন, ''যারা আমাকে চেনে, তারা জানে, ম্যাঞ্চেচেষ্টার ইউনাইটেডের প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে। আমার ও এই ক্লাবের পথচলার গল্প ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আজীবন। এই মুহূর্তে আমি নিজের অনুভূতি ব্যক্ত করতে পারব না। সেই পুরনো ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পারাটা আমার কাছে অভূতপূর্ব আনন্দের। এটা অনেকটা স্বপ্নপূরণের মতো একটা ব্যাপার। বরাবর বিপক্ষ দলের হয়ে খেলার সময়ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতি আমার অফুরান ভালবাসা থাকে। এই ক্লাবের সমর্থকদের থেকে যে পরিমাণ ভালবাসা ও শ্রদ্ধা আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার প্রথম ঘরোয়া লিগ, প্রথম কাপ, পর্তুগালের জাতীয় দলে প্রথম ডাক, প্রথম চ্যাম্পিয়নস লিগ খেতাব জয়, প্রথম গোল্ডেন বুট, প্রথম ব্যালন ডি'অর- এই সব কিছু ম্যান ইউতে খেলার সময়ই অর্জন করা। এর আগেও ইতিহাস লেখা হয়েছে। পরেও ইতিহাস লেখা হবে আবার। আমি ফিরে এসেছি যেখানে আমার থাকা উচিত। আরো একবার ইতিহাস লেখা হবে। স্যার অ্যালেক্স ফার্গুসন, আপনাকে বিশেষ ধন্যবাদ। এটা আপনার জন্যই সম্ভব হয়েছে।