TRENDING:

Ronaldo Second Innings : ওল্ড ট্রাফোর্ডে রোনাল্ডোর নতুন জার্সিতে নামার দিন চূড়ান্ত

Last Updated:

ইউনাইটেড সমর্থকদের উচ্ছ্বাস কিছুটা রং হারাতে পারে। লাল রঙা জার্সিটাতে আরেকবার রোনাল্ডোকে খেলতে দেখতে যে অপেক্ষা করতে হবে ‘নাইন ইলেভেন’ বা ১১ সেপ্টেম্বর পর্যন্ত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

গত দুই মাস ধরে তাঁর সঙ্গে পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড...কত নাম জড়িয়েই-না গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, জুলাই পর্যন্ত লিওনেল মেসি ও রোনাল্ডো দুজনের দিকেই নজর রেখে চলা পিএসজি মেসিকে পাওয়ার পর আর পর্তুগিজ তারকার ব্যাপারে আগ্রহী নয়। রোনাল্ডো ফেরার আগ্রহ দেখালেও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সেই এপ্রিলেই জানিয়ে রেখেছিলেন, রিয়ালে তাঁর ফেরার দরজা খুলবে না।

advertisement

ম্যানচেস্টার ইউনাইটেডও এত দিন অবিশ্বাস্যরকম চুপ ছিল। কিন্তু যখন রোনাল্ডো ম্যান সিটিতে যাচ্ছেন বলে প্রায় নিশ্চিত করে জানাচ্ছিল ইংল্যান্ডের সংবাদমাধ্যম, ইউনাইটেডের যেন ‘ইগো’তে লাগল! ইউনাইটেড কোচ সুলশার জানালেন, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কোনো খেলোয়াড় কখনও ম্যানচেস্টার সিটিতে খেলা উচিত নয়। সঙ্গে এ-ও জানিয়ে দিলেন, রোনাল্ডো জুভেন্টাস ছাড়তে চাইলে তাঁরা প্রস্তুত তাঁকে নেওয়ার জন্য।

advertisement

ম্যান ইউনাইটেড ভক্তরা যখন আরেকবার তাঁকে ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখার অপেক্ষায়, সে স্বপ্নে জল ঢালার মতো হয়ে এল স্প্যানিশ দৈনিক মার্কার খবর। মার্কা জানাচ্ছে, রোনাল্ডোর ইউনাইটেড পুনরাভিষেক হবে ১১ সেপ্টেম্বর। লিগে এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেলা ইউনাইটেড রবিবার  আবার মাঠে নামছে। উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে রোনাল্ডোর মাঠে নামা প্রায় অসম্ভবই!

একে তো দলবদলের সব আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। ইউনাইটেড-জুভেন্টাস চুক্তি হলেও রোনালদোর স্বাস্থ্যপরীক্ষা এখনো হয়নি, তাঁর ব্যক্তিগত চুক্তির আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। উলভারহ্যাম্পটনের বিপক্ষে পর্তুগিজ তারকার খেলা তাই হচ্ছে না বলে ধরে নেওয়াই যায়! নিউক্যাসেল এর বিরুদ্ধে ১১ সেপ্টেম্বর ঐতিহাসিক' দিন হতে চলেছে ম্যান ইউ সমর্থকদের জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ronaldo Second Innings : ওল্ড ট্রাফোর্ডে রোনাল্ডোর নতুন জার্সিতে নামার দিন চূড়ান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল