TRENDING:

Cristiano Ronaldo: নয়া কীর্তি CR7-র! আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার রোনাল্ডো

Last Updated:

Ronaldo Highest International Goal Scorer: ইরানের আলি দায়ি ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত ইরানের হয়ে ১০৯ টি গোল করেছিলেন ৷ এতদিন তিনিই ছিলেন আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের সর্বোচ্চ গোলস্কোরার ৷ তাঁকে টপকাতে খুব বেশি সময় লাগল না সিআরসেভেনের (CR7) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লিসবন: ইউরো কাপেই এই রেকর্ড হয়ে যেত ৷ কিন্তু সেটা তখন সম্ভব না হলেও খুব বেশি দিন অপেক্ষা করতে হল না পর্তুগিজ মহাতারকাকে ৷ আন্তর্জাতিক গোল স্কোরারের তালিকায় সবার উপরে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ টপকে গেলেন ইরানের আলি দায়িকে (Ali Daei) (১০৯) ৷ বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বের ম্যাচে দুটি গোল করে রোনাল্ডোর এখন আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যা দাঁড়াল ১১১ ৷ ফলে তিনিই এখন এক নম্বরে ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন- বার্সেলোনায় ফেলে আসা মেসির ১০ নম্বর জার্সির মালিক এখন কে? জানেন?

ইরানের আলি দায়ি ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত ইরানের হয়ে ১০৯ টি গোল করেছিলেন ৷ এতদিন তিনিই ছিলেন আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের সর্বোচ্চ গোলস্কোরার ৷ তাঁকে টপকাতে খুব বেশি সময় লাগল না সিআরসেভেনের (CR7) ৷ এদিন ম্যাচের ৮৯ এবং ইঞ্জুরি টাইমে দুটি গোল করেন রোনাল্ডো ৷ পর্তুগালও ম্যাচ জেতে ২-১ গোলে ৷ ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোল এগিয়ে ছিল আয়ারল্যান্ডই ৷ কিন্তু ম্যাচের একেবারে শেষভাগেই দু-দুটি গোল করে দলকে জেতান রোনাল্ডো ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিশ্বকে তাক লাগিয়ে পুনরায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দলবদলের শেষদিনে সরকারিভাবে চুক্তিপত্রও স্বাক্ষর করা হয়ে গিয়েছে। তারপরেই নিজের ‘ঘরে ফেরা’র উচ্ছ্বাসের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রোনাল্ডো। আর সেই পোস্টেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পেলেও।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo: নয়া কীর্তি CR7-র! আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার রোনাল্ডো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল