প্যারাগুয়ে: ১ ( রিচার্ড স্যাঞ্চেজ- ৩৭')
#বেলো হরাইজন্তে: কলম্বিয়ার কাছে প্রথম ম্যাচে হারের পর কোপা আমেরিকায় বৃহস্পতিবার আরও একটা ম্যাচ হারতে বসেছিল আর্জেন্টিনা ৷ তবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের এ যাত্রায় বাঁচিয়ে দিল পেনাল্টিতে করা মেসির গোল ৷ প্যারাগুয়ের বিরুদ্ধে শেষপর্যন্ত ১-১ ড্র করেই এদিন মাঠ ছাড়লেন আলবিসেলেস্তেরা ৷
advertisement
ম্যাচের ৩৭ মিনিটেই রিচার্ড স্যাঞ্চেজের করা গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে ৷ প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে VAR-এর সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা ৷ গোল করে দলকে কোনওমতে এযাত্রায় আরও একটা লজ্জার হাত থেকে বাঁচান মেসি ৷ নাটকীয়তায় ঠাসা ম্যাচে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা ৷
পরের রাউন্ডে যেতে হলে এখন শেষ ম্যাচে কাতারকে হারাতেই হবে মেসিদের ৷ পাশাপাশি নির্ভর করে থাকতে হবে বাকীদের ফলাফলের উপরেও ৷
তিনটি গ্রুপের শীর্ষে থাকা দুটি দলের সঙ্গে তৃতীয় হওয়া সেরা দুইদল উঠবে কোপার কোয়ার্টার ফাইনালে। প্যারাগুয়ে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে গেলে এবং আর্জেন্টিনা কাতারকে হারিয়ে দিলে রানার আপ হয়ে পরের রাউন্ডে উঠে যাবে মেসির দল। আর আর্জেন্টিনার মতো প্যারাগুয়েও তাদের শেষ ম্যাচে জিতে গেলে আর্জেন্টিনা হবে তৃতীয়। এরপর বাকি দুই গ্রুপের তৃতীয় হওয়া সেরা দুই দলের মধ্যে থাকলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার। আপাতত মেসিদের সংগ্রহে মাত্র ১ পয়েন্ট ৷