TRENDING:

Argentina vs Colombia: টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের নায়ক মার্টিনেজ, দেখে নিন ম্যাচের পেনাল্টি শ্যুটআউট

Last Updated:

Argentina defeats Colombia on penalties: এ বারের কোপায় অতিরিক্ত সময়ের খেলা নেই। তাই ৯০ মিনিট শেষ হতেই ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিও ডি জেনেইরো: পেরুকে হারিয়ে ফাইনালে ওঠার পরেই ব্রাজিলের তারকা নেইমার বলে দিয়েছিলেন, ফাইনালে মেসিদেরই চান তিনি ৷ নেইমার বলেছিলেন, ‘‘ওখানে আমার অনেক বন্ধু আছে ৷ কাপ জিততে চাই আর্জেন্টিনাকে হারিয়েই ৷ ’’ সেই আশা তাঁর পূরণ হল মঙ্গলবার ৷ এদিন কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠল আর্জেন্টিনা ৷ এ বারের কোপায় অতিরিক্ত সময়ের খেলা নেই। তাই ৯০ মিনিট শেষ হতেই ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে ।
Photo Courtesy: Copa America/Twitter
Photo Courtesy: Copa America/Twitter
advertisement

টাইব্রেকারে প্রথম শট নিতে আসেন কলম্বিয়ার কুয়াদ্রাদো। গোল করতে ভুল করেননি তিনি। এরপর আর্জেন্টিনার হয়ে শট নিতে আসেন মেসি। জালে বল ঠেলে দেন ঠান্ডা মাথায়। কিন্তু কলম্বিয়ার স্যাঞ্চেজের শট আটকে দেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ।

খেলা তখন আরোই জমে ওঠে ৷ কলম্বিয়ার মিনার শট সেভ করার পর প্যারেডেস গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে ৷ এরপর কলম্বিয়ার হয়ে আরেকটি গোল করেন বোরহা ৷ আর্জেন্টিনার হয়ে মার্টিনেজ আসেন শট নিতে। তাঁকেও আটকাতে পারেননি কলম্বিয়ার গোলরক্ষক। ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর কলম্বিয়ার কারদোনা পেনাল্টি মিস করতেই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Argentina vs Colombia: টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের নায়ক মার্টিনেজ, দেখে নিন ম্যাচের পেনাল্টি শ্যুটআউট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল