কলম্বিয়া: ১ (লুইস ডায়াজ-৬১’)
টাইব্রেকারে ৩-২ গোলে জয় আর্জেন্টিনার (সবমিলিয়ে ম্যাচে ৪-৩ গোলে জয় মেসিদের)
রিও ডি জেনেইরো: প্রত্যাশামতোই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ৷ সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠল মেসি ব্রিগেড ৷ এবার ফাইনালে লড়াই ব্রাজিল বনাম আর্জেন্টিনার ৷ যে লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা ৷
advertisement
এদিন ম্যাচের ৭ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনা ৷ খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। সহজ সুযোগ ছিল মার্টিনেজের সামনে। কলম্বিয়ার তিন জন ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর জন্য ক্রস বাড়িয়েছিলেন মেসি। কিন্তু হেডটা সেই সময় ঠিক জায়গায় রাখতে পারেন নি মার্টিনেজ। তবে তার কয়েক মিনিট যেতে না যেতেই গোল করেন তিনি ৷
এদিকে শুরুতে গোল খেয়ে গেলেও হাল ছাড়েনি কলম্বিয়া। গোলশোধের জন্য ঝাঁপিয়ে পড়েন লুইস ডায়াজরা ৷ প্রথমার্ধে গোল না পেলেও ম্যাচের ৬১ মিনিটে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস ডায়াজ ৷ নির্ধারিত সময় খেলার ফল ১-১ থাকার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷ এ বারের কোপায় অতিরিক্ত সময়ের খেলা নেই। তাই ৯০ মিনিট শেষ হতেই খেলা গড়ায় পেনাল্টিতে। টাইব্রেকারে কলম্বিয়ার কারদোনার শট মিস হতেই ফাইনালে আর্জেন্টিনা ৷