TRENDING:

আর নয় টেলস্টার, বিশ্বকাপে এবার বল বদল

Last Updated:

বিশ্বকাপে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা মঙ্গলবার জানিয়ে দিল রাউন্ড অফ সিক্সটিন থেকে বদলে যাচ্ছে বল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো : বিশ্বকাপে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা মঙ্গলবার জানিয়ে দিল রাউন্ড অফ সিক্সটিন থেকে বদলে যাচ্ছে বল ৷
advertisement

নক আউট এই পর্ব থেকে নতুন বল ব্যবহার করা হবে ৷ টেলস্টার মেচটা-য় খেলা হবে এই পর্ব ৷ গ্রুপ পর্বে টেলস্টার ১৮ –তে খেলা হয়েছিল ৷

রাশিয়ার লাল রঙ পাশাপাশি নক আউট পর্বের খেলার উত্তেজনা সব মিলিয়ে ফুটবলে ব্যবহার করা হবে এই রঙ ৷ শনিবার আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচ থেকে এই বল ব্যবহার করা হবে ৷

advertisement

আরও পড়ুন - মধ্যমা প্রদর্শন থেকে হাসপাতালে চিকিৎসাধীন, আবেগের নাম মারাদোনা

অ্যাডিডাসের ভাইস প্রেসিডেন্ট অফ প্রডাক্টস ডিন লোকেস বলেছেন, ‘‘ ম্যাচ বল হিসেবে টেলস্টার ১৮ দারুণ ভাবে প্রযুক্তির দিক থেকে এগিয়ে ৷ টেলস্টার মেচটা-র ক্ষেত্রেও সেই একই ধারা বজায় রাখা হয়েছে ৷ পাশাপাশি নতুনভাবে সাজানো হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিটা বলেই থাকবে কমিউনিকেশন চিপ ৷ যা নাকি স্মার্টফোন ব্যবহারকারীদের সরাসরি যোগ স্থাপন করা যাবে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
আর নয় টেলস্টার, বিশ্বকাপে এবার বল বদল