মঙ্গলবার ওড়িশা সরকার অ্যাথলিট দ্যুতি চাঁদের নাম খেলরত্ন পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল। ভারতীয় হকি দলের সহ-অধিনায়ক বীরেন্দ্র লাকরার নাম অর্জুনের জন্য মনোনয়ন করা হয়েছে ইতিমধ্যে। সেরা কোচ হিসাবে দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত হকি দলের কোচ কালু চরণ চৌধুরী। ওড়িশা সরকারের ধ্যানচাঁদ সম্মানের জন্য মনোনিত করেছে অলিম্পিয়ান অনুরাধা বিসওয়ালকে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ইতিমধ্যে জানিয়েছেন, তাঁর রাজ্যে একের পর এক অ্যাথলিট রয়েছেন। কয়েক বছরের মধ্যে ওড়িশা থেকে দেশের সেরা কয়েকজন ক্রীড়াবিদ উঠে আসবে বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, এর আগে দেশের কোনও মহিলা ক্রিকেটার খেল রত্ন পুরস্কারে সম্মানিত হননি। তাই এবার মিতালি রাজ পুরস্কার জিতলে নতুন ইতিহাস লেখা হতে পারে। বিসিসিআইয়ের তরফে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে, এবার কোনও মহিলা ক্রিকেটারের নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনিত করা হয়নি।
advertisement
গতবার ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা খেল রত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা ইতিমধ্যে খেল রত্ন সম্মান পেয়েছেন। এবার মিতালি রাজ এই সম্মান পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মহিলাদের ক্রিকেটে মিতালির অবদান বিরাট। দুই দশকের বেশি সময় ধরে মহিলাদের ক্রিকেটে দাপিয়ে খেলছেন মিতালি। সচিন তেন্ডুলকরের মতোই দীর্ঘ কেরিয়ার তাঁর।