খেলা শুরুর কিছুটা আগেই সবচেয়ে অপ্রত্যাশিত খবরটা পেল বায়ার্ন৷ দলের স্টার মিডফিল্ডার থমাস মুলার (Thomas Muller) করোনা আক্রান্ত হয়ে ফাইনাল থেকে ছিটকে গেলেন৷ এমনটাই বিবৃতি দিয়ে জানিয়ে দিল ফিফা (FIFA)
advertisement
মুলারকে না পাওয়াটা নিঃসন্দেহে বিরাট ধাক্কা বায়ার্নের জন্য৷ তাও এত বড় টুর্নামেন্টের ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে৷ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া রবার্ট লেওয়ানডস্কিরা কেমন খেলেন, সেটাই এখন দেখার!
বায়ার্ন জানিয়েছে বৃহস্পতিবার বায়ার্ন টিমের সকলেরই করোনা পরীক্ষা হয়৷ একমাত্র মুলারেরই রিপোর্ট পজিটিভ এল৷ বায়ার্নের তৃতীয় ফুটবলার হিসাবে করোনা আক্রান্ত হলেন মুলার৷ এর আগে মিডফিল্ডার লিয়ঁ গোর্তেজকা এবং জাভি মার্টিনেজ দু'জনেই করোনা আক্রান্ত হয়েছিলেন৷ রিপোর্ট আসার পরে তাঁরা আর কাতারের বিমান ধরেননি৷ জার্মানিতেই থাকেন ও ক্লাবেই অনুশীলন করেন৷
গতবারের বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন গত সোমবার সেমিফাইনালে কাতারের আল আহলিকে ২-০ গোলে হারিয়েছিল। দু’টি গোলই আসে লেওয়ানডস্কির পা থেকে। এই ম্যাচে ৬২ মিনিট মাঠে ছিলেন মুলার৷এদিন কাতারের আল রায়ানে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়ামে টাইগ্রেসের মুখোমুখি হবে বায়ার্ন৷ মেক্সিকান ক্লাবটি ব্রাজিলের পালমেইরাসকে হারিয়ে ফাইনাল খেলছে আজ৷