TRENDING:

চোটের জন্য দু’সপ্তাহ মাঠের বাইরে রবি কিন ! কেরল ম্যাচের আগে চাপে এটিকে

Last Updated:

আইএসএলে দু’বার চ্যাম্পিয়ন হয়ে এতদিন দাপট দেখিয়েছে এটিকে। তাই বাড়তি প্রত্যাশা কলকাতাকে নিয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  আইএসএলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এটিকে, দিল্লি, নর্থ-ইস্ট আর জামশেদপুর ফ্র্যাঞ্চাইজি নিয়ে ঝকঝকে ফটোশুট কলকাতায়। চ্যালেঞ্জ নিতে তৈরি কোচ-অধিনায়করাও।
advertisement

ঝকঝকে। গ্ল্যামারস। একইসঙ্গে চ্যালেঞ্জিং। আইএসএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রথম ম্যাচে ১৭ নভেম্বর কোচিতে কেরল ব্লাস্টার্সের মুখোমুখে এটিকে। তবে উদ্বোধনের আগেই চাপে পড়ে গিয়েছেন এটিকে কোচ টেডি শেরিংহ্যাম। চোটের জন্য তারকা ফুটবলার রবি কিনকে অন্তত দু’সপ্তাহ পাওয়া যাবে না।

প্র্যাকটিস ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরে চাপে রয়েছে মেহতাবের জামশেদপুরও। এখনও পুরো গুছিয়ে উঠতে পারেনি দিল্লি ডায়নামোস আর নর্থ-ইস্টও। সব মিলিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নিতে চাইছে ফ্র্যাঞ্চাইজিরা।

advertisement

আইএসএলে দু’বার চ্যাম্পিয়ন হয়ে এতদিন দাপট দেখিয়েছে এটিকে। তাই বাড়তি প্রত্যাশা কলকাতাকে নিয়ে। ব্রিটিশ কোচ , ম্যান ইউয়ের প্রাক্তনী শেরিংহ্যাম অবশ্য সাফল্য পেতে আশাবাদী।

বাংলা খবর/ খবর/খেলা/
চোটের জন্য দু’সপ্তাহ মাঠের বাইরে রবি কিন ! কেরল ম্যাচের আগে চাপে এটিকে