আগের মরশুমে এটিকে-কে টেক্কা দিয়ে গিয়েছেন সুনীলরা। সেই দলের এক নির্ভরযোগ্য ফুটবলার এবার এটিকের সদস্য। জন জনসন। তিনি সুনীলদের বাধার কারণ হতে পারেন। তাই কালু উচে, লাঞ্জাদের পাশাপাশি জনসনের ওপরে বুধবার এটিকের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। সুনীল কিংবা মিকু যে কতটা ভয়ংকর তাঁর থেকে ভাল আর কেই বা জানবে। সুনীলদের বিরুদ্ধেও কি দেখা যাবে ক্লিনশিট ? এটিকে-র ইংরেজ কোচ জানাচ্ছেন, ‘‘যে কোনও কোচই চায় ক্লিনশিট রাখতে। যেটা আমরা এবছর রাখতে পারিনি। আশা করি আগামিকাল পারবো। আর ওটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে।'’
advertisement
উল্টোদিকে ব্যাংগালুরু ধ্বংসাত্মক শুরু করেছে। তাঁদের দলের প্রতেক্যেই ছন্দে রয়েছেন। তাই এটিকে রক্ষন কতটা ক্লিনশিট রাখতে পারবে তা সময় বলবে।
কোচ বদল হলেও সুনীল মিকুর গোলের খিদে যেন একই রয়ে গিয়েছে। আর এমন কথা যে মেনে নিয়েছেন স্বয়ং কুয়াদ্রাত। ' হ্যাঁ, ওরা আগের বছরের মতই ফর্মে রয়েছে। ওরা পুরোপুরি পেশাদার। তাই জানে কখন কি ভাবে খেলতে হয়। এবং ঠিক সময় সেই খিদে মেটায়'।
আগের বছর এটিকের ঘরের মাঠে সুনীলরা জিতেছিল। কুয়াদ্রাত চাইছেন সেই জয়ের ধারা অব্যাহত রাখতে। প্রশ্ন হল এটিকে কি পারবে সেই জয়ের ধারা আটকাতে? অপেক্ষা বুধবারের যুবভারতীর সন্ধ্যে।