TRENDING:

আজ গোয়ার বিরুদ্ধেও রবি কিনই ভরসা এটিকে-র

Last Updated:

সামনে গোয়া। আর গোয়া মানেই তুমুল লড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  সামনে গোয়া। আর গোয়া মানেই তুমুল লড়াই। সেই লড়াই ভুলে চতুর্থ আইএসএলে আজ জয়ের হ্যাটট্রিকের সামনে এটিকে। শেরিংহ্যামকে চাঙ্গা করছে রবি কিনের ফর্ম। বাঙালি গোলকিপার দেবজিতের দাবি, ঘরের মাঠে গোয়াকে আটকে দেওয়ার জন্য তৈরি তাঁরা।
advertisement

রবি কিন না থাকলেই থমকে যাচ্ছে কলকাতার জয়রথ। প্রাক্তন টটেনহ্যাম তারকা না খেললে কলকাতার দলে এমন কোনও নাম নেই যাঁকে নিয়ে আশাবাদী হওয়া যেতে পারে। আইরিশ স্ট্রাইকারের থাকা বা না থাকা তাই পার্থক্য গড়ে দিচ্ছে অনেকটাই। কিনকে ঘিরে স্বপ্ন দেখছেন কলকাতার সমর্থক থেকে কর্মকর্তা প্রত্যেকেই ৷ ঘরের মাঠে আজ গোয়াকে হারিয়ে লিগ টেবলে নিজেদের জায়গা কিছুটা মজবুত করতে মরিয়া এটিকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

অন্যদিকে পুণের বিরুদ্ধে দল ছন্দ হারিয়েছিল। এটিকে-কে হারিয়ে সেই ছন্দে ফিরতে মরিয়া গোয়া। শেরিংহ্যামকে কৌশল বলবে না, তাই কলকাতায় মঙ্গলবার অনুশীলন এড়াল বিরাট কোহলির দল। সহকারি কোচ ডেরেক পেরেরার দাবি, যুবভারতীতে থেকে টার্গেট দ্বিতীয় স্থানে ওঠা।

বাংলা খবর/ খবর/খেলা/
আজ গোয়ার বিরুদ্ধেও রবি কিনই ভরসা এটিকে-র