চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নেওয়াটা যে মোটেই সহজ কাজ নয় ৷ সেটা ভালমতোই জানা আছে এটিকে কোচ শেরিংহ্যামের ৷ দর্শক এবং ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশার চাপটাও নিতে হচ্ছে তাঁকে ৷ প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ খেলাটা কিছুটা হলেও কঠিন বলে মেনে নিচ্ছেন তিনি ৷ বিশেষত কোচির দর্শকরাই যে কেরল ব্লাস্টার্স দলের ‘টুইয়েলভথ ম্যান’ ৷ সেটা কারোরই অজানা নয় ৷ শেরিংহ্যাম বলেন, ‘‘এটিকের দায়িত্ব নেওয়ার আগে কেরলের দুই প্রাক্তন কোচ ডেভিড জেমস ও কপেলের সঙ্গে কথা হয়েছিল। ওদের কাছেই জানতে পারি, কোচিতে ৬০ হাজার দর্শকের সামনে খেলতে হয়। ব্যাপারটা একেবারেই সহজ নয়। শুনেছি, সমর্থকরাই কেরল ব্লাস্টার্সের দ্বাদশ ব্যক্তির ভূমিকা নেয়। ওরা দারুণ আবেগপ্রবণ। এই ধরনের প্রতিকূল পরিস্থিতিতে জেতাটা কিন্তু দারুণ উপভোগ্য হবে।’’
advertisement
সেইসঙ্গে টুর্নামেন্টের শুরুর দিকে মার্কি প্লেয়ার রবি কিনকে না পাওয়াটাও বড় ধাক্কা বলে মেনে নিয়েছেন এটিকে কোচ ৷ তবে দু’সপ্তাহের মধ্যে কিনের ফিরে আসার ব্যাপারে আশাবাদী কোচ ৷