TRENDING:

মস্কোর এই স্টেডিয়ামেই শনিবার বিশ্বকাপ অভিযান শুরু করছেন মেসিরা, দেখে নিন

Last Updated:

বিশ্বকাপের তৃতীয় দিনে বিশ্ব ফুটবলের নজরে থাকবে এই ম্যাচেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো:  বিশ্বকাপের তৃতীয় দিনে বিশ্ব ফুটবলের নজরে থাকবে এই ম্যাচেই। স্পাটার্ক স্টেডিয়ামে শনিবার সন্ধে সাড়ে ৬টায় লিও মেসিদের সামনে আইসল্যান্ড।
advertisement

একনজরে স্পার্টার্ক স্টেডিয়াম

২০১০ সাল থেকে পরিকল্পনা শুরু ওতক্রিতি এরিনা। কাজ শেষ হয় ২০১৪ সালে। মস্কো শহরের দ্বিতীয় স্টেডিয়াম স্পার্টার্ক। প্রাক বিশ্বকাপের ম্যাচে খারাপ ফল। কোনওরকমে শেষ ম্যাচে জিতে রাশিয়া এসেছে লা আলবেসিলেস্তেরা। শনিবার তুলনামূলক সহজ প্রতিপক্ষ আইসল্যান্ডের বিরুদ্ধে ওতক্রিতি এরিনায় বিশ্বকাপ অভিযান শুরু করছেন লিও মেসিরা।

advertisement

-১৬ জুন মুখোমুখি আর্জেন্টিনা-আইসল্যান্ড

-ভারতীয় সময় সাড়ে ৬টায় খেলা

-আসনসংখ্যা ৪৫ হাজার ৩৬০

-২০১৪ সালে এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়

হয়তো এটাই শেষ বিশ্বকাপ তাঁর। প্রাক বিশ্বকাপ ভুলে প্রথম ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করতে চান লিও মেসিরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মস্কোর এই স্টেডিয়ামেই শনিবার বিশ্বকাপ অভিযান শুরু করছেন মেসিরা, দেখে নিন