সিরি এ-র ম্যাচে ভেরোনার বিরুদ্ধে শেষবারের জন্য নেমেছিলেন জিয়ানলুগি বুঁফো ৷ ম্যাচের ৬১ মিনিটে তাঁকে তুলে নেওয়া হল শেষবারের জন্য ৷ আর কোনওদিন নামবেন না তিনি ৷ ১৭ মরশুমে ধরে চলা একটা সম্পর্কে যতি চিহ্ন ৷
সকলেই কেঁদে ভাসলেন , চোখে জল বুঁফোরও ৷ সকলেরই মনে একটা শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা ৷ জুভেন্তাসের জার্সি গায়ে ৬৫৬ টি ম্যাচ খেলেছেন তিনি ৷ যাঁর মধ্য ৩০১ –টি ম্যাচে গোলরক্ষক হিসেবে ক্লিনশিট রাখলেন তিনি ৷
advertisement
এদিনের ম্যাচে ২-০ গোলে প্রত্যাশামতই জিতল সিরি-এ চ্যাম্পিয়নরা ৷ তাঁদের খেতাব জয় আগেই হয়ে গিয়েছিল ৷ এদিন তাঁদের হাতে উঠল ট্রফি ৷ শেষবারের জন্য জুভেন্তাসের জার্সিতে ট্রফি তুললেন ফুটবল দুনিয়ার অন্যতম গোলরক্ষক তারকা জিয়ানলুগি বুঁফো ৷
২০০৬ সালে ইতালির জার্সি গায়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি ৷ এছাড়াও ক্লাব জীবনেও অসংখ্য মাইলস্টোন পেরিয়েছেন তিনি ৷ বুঁফো ৯ টি সিরি এ খেতাব জিতেছেন ৷ এছাড়াও চারটি কোপা ইটালিয়াও ঝোলায় রয়েছে তাঁর ৷