নতুন দেশের নতুন লিগে পল পোগবার দাদার জার্সির নম্বরও বদলাতে চলেছে। খবরের ভিতরের খবর এমনটাই। সাধারণত ফুটবলাররা নিজেদের পছন্দ অনুযায়ী জার্সির নম্বর বেছে নেনে। আবার কোন পজিশনে সংশ্লিষ্ট প্লেয়ারকে খেলানো হচ্ছে তার উপর নির্ভর করে জার্সির নম্বর।
ফ্লোরেনটিনের জন্মদিন আগস্টের ১৯ তারিখ। জন্মতারিখ যেহেতু ১৯, তাই ১৯ নম্বর জার্সি পরে তিনি খেলেছেন এতদিন। কিন্তু মোহনবাগানে ফ্লোরেনটিন ১৯ নম্বর জার্সি পরে খেলবেন না। তাঁর পিঠে থাকবে অন্য নম্বরের জার্সি। সেই নম্বর পরে পল পোগবা মাঠে ফুল ফোটান। সব ঠিকঠাক থাকলে ফ্লোরেনটিনের পিঠে উঠতে চলেছে মোহনবাগানের ৬ নম্বর জার্সি।
advertisement
জন্মতারিখের সঙ্গে সঙ্গতি রেখে অনেকেই জার্সির নম্বর বেছে নেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৭ নম্বর জার্সি পিঠে চাপিয়ে ক্রিকেট মাঠে দাপিয়ে খেলেছেন। মাহির জন্মদিন ৭ জুলাই সবাই জানেন। সেই কারণেই ধোনি বেছে নিয়েছিলেন সাত নম্বর। পল পোগবার দাদা ফ্লোরেনটিনের পিঠেও একই কারণে এতদিন দেখা গিয়েছিল ১৯ নম্বর জার্সি।
ফ্লোরেনটিনকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ব্যবহার করার ভাবনাচিন্তা হচ্ছে মোহনবাগানে। সেন্ট্রাল ডিফেন্ডারের ঠিক আগে দাঁড় করানো হবে তাঁকে। ফুটবলের পরিভাষায় এটাই ৬ নম্বর পজিশন। সেই কারণেই সব ঠিকঠাক থাকলে ৬ নম্বর জার্সি উঠবে পল পোগবার দাদার পিঠে। মোহনবাগানে সই করার পরে ফ্লোরেনটিনকে নিয়ে কম চর্চা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান সমর্থকরা একের পর এক পোস্ট করে চলেছেন। এখন থেকেই তাঁকে নিয়ে উৎসাহ তুঙ্গে। মাঠে নামার পরে তাঁকে নিয়ে কী বীরপুজোটাই না হবে! বাড়বে প্রত্যাশার চাপ। এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে ফ্লোরেনটিনকে।