পিডব্লিউডি-র সহায়তায় তৈরি হওয়া এই ফ্লাডলাইট ব্যবস্থাপনা ছিল ক্লাবের এক গুরুত্বপূর্ণ সম্পদ। চুরি হওয়া সরঞ্জামের আর্থিক মূল্য ছাড়াও, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবের দৈনন্দিন কার্যকলাপ এবং খেলোয়াড়দের প্রস্তুতির সময়সূচি। গ্যালারির অংশে পর্যাপ্ত আলোর অভাবে ক্লাবের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে।
দেবব্রত সরকার এই বিষয়ে বলেন,”খুবই দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি পি ডাব্লিউ ডি গ্যালারির দিকে যে দুটো ফ্লাড লাইট আছে সেখানকার তার গুলো চুরি করে নিয়ে গেছে। এটা খুবই খারাপ জিনিস। আমাদের প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি বুঝতে পারছি না প্রশাসন কী করছে। সেজন্য আপাতত এখানে ফ্লাড লাইটে খেলা হওয়া সম্ভব নয়। তবে পি ডাব্লিউ ডি আবার আমাদের কোঅপারেট করছে। কাজ চলছে।”
advertisement
এই ঘটনার পর ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও সূত্রের খবর। কর্তৃপক্ষ চায়, দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া শাস্তি নিশ্চিত হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক। মাঠের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
