ফ্লাডলাইট বিতর্কের মাঝেই গোলাপি বলে জোড়া সেঞ্চুরিও হল দলীপে । প্রথম ভারতীয় হিসেবে গোলাপি বলে সেঞ্চুরি করলেন অভিনব মুকুন্দ। আর প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে গোলাপি বলে শতরান সুদীপ চট্টোপাধ্যায়ের। দলীপ ট্রফির প্রথম ম্যাচে ইন্ডিয়া রেডের হয়ে সেঞ্চুরি করলেন মধ্যমগ্রামের সুদীপ। ১৫৪ বলে দুরন্ত সেঞ্চুরি আসে সুদীপের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ১১৩ বলে সেঞ্চুরি করেন সুদীপ।
advertisement
প্রথম ইনিংসে মাত্র ৫ রান করেই প্যাভিলিয়ানে ফিরেছিলেন সুদীপ ৷ দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে বড় রানের দিকে এগিয়ে দিলেন। বাংলার বাঁ-হাতি ব্যাটসম্যানের সঙ্গে সেঞ্চুরি করে এদিন নজর কাড়লেন তামিলনাড়ুর ওপেনার অভিনব মুকুন্দও। ১৬২ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন মুকুন্দ। যার জোরে সুরেশ রায়নাদের গ্রিন টিমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬১ রানে শেষ হয়ে যাওয়া যুবরাজ সিং-দের রেড টিম প্রায় সাড়ে তিনশোর উপর লিড নিয়ে ফেলেছে। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে যুবরাজদের রান ৩৪৪-৩। লিড ৩৫৪ রানের।