TRENDING:

Eight Slips In Finland vs England Match: টেস্ট নয় টি-১০, আটজন ফিল্ডার দাঁড়িয়ে স্লিপে! অদ্ভুত ফিল্ডিং প্লেসমেন্ট

Last Updated:

Eight Field In Slips: আটজন ফিল্ডার পর পর দাঁড়িয়ে স্লিপে! সে কী!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: অনেক সময় টেস্ট ম্যাচে এমন দেখা যায়। তবে টি-২০ ক্রিকেটে এমন ফিল্ডিং প্লেসমেন্ট কেউ কখনও দেখেছে কি না সন্দেহ। আটজন ফিল্ডার দাঁড়িয়ে স্লিপে। ছোট ফরম্যাটের ক্রিকেটে কোনও দলের ক্যাপ্টেন কি স্লিপে আটজন ফিল্ডার দাঁড় করানোর কথা কখনও ভাববেন! আধুনিক ক্রিকেটে অবশ্য সবই সম্ভব। ইউরোপিয়ান ক্রিকেট লিগের ম্যাচে দেখা গেল এমনই এক কাণ্ড। আটজন ফিল্ডারকে স্লিপে দাঁড় করিয়ে দিলেন দলের বোলার। যা দেখে মাঠে থাকা দর্শকদের মধ্যে রীতিমতো হাসাহাসি পড়ে গেল।
advertisement

ইংল্যান্ড একাদশের বিরুদ্ধে ফিনল্যান্ডের ম্যাচে ঘটল এমন ঘটনা। তাও আবার ম্যাচের একেবারে শুরুতে। ওই ম্যাচের প্রথম বলেই ফিনল্যান্ডের বোলার আমজাদ শের স্লিপে আটজন ফিল্ডার দাঁড় করিয়ে দিলেন। দর্শক, ধারাভাষ্যকার থেকে শুরু ক্রিকেটপ্রেমীরাও এমন কাণ্ড দেখে অবাক। উইকেটকিপারের পাশে দাঁড়িয়ে ছিলেন আটজন ফিল্ডার। মাত্র ১ জন ফিল্ডার ছিলেন লেগ স্লিপে। যার জেরে দুজন ব্যাটসম্যান সমেত মাঠে থাকা দু'দলের মোট ১৩ জন ক্রিকেটারকে এক ফ্রেমে দেখা যাচ্ছিল।

advertisement

আরও পড়ুন- SRH vs CSK First innings : চেন্নাইয়ের দুরন্ত বোলিংয়ে ব্যাকফুটে হায়দরাবাদ

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের টানে প্যারিস থেকে ছুটে আসলেন দুই ভাই, মিশে গেলেন সকলের সঙ্গে 
আরও দেখুন

এমন অদ্ভুত ফিল্ডিং প্লেসমেন্ট করেও অবশ্য ফিনল্যান্ডের রক্ষে হয়নি। তারা ম্যাচ হারে ১৪ রানে। ইংল্যান্ড একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১১৩ রান তোলে। ড্যান লিঙ্কন করেন ৫৬ রান। অ্যান্ডি রিস্টন করেন অপরাজিত ২৫ রান। পাল্টা ব্যাট করতে নেমে ফিনল্যান্ডের ইনিংস ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯৯ রানে শেষ হয়ে যায়। ম্যাচের প্রথম বলে যখন আটজন স্লিপে দাঁড়িয়ে ছিলেন তখন ক্রিজে ব্যাটসম্যান ছিলেন লিউক ওয়েব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Eight Slips In Finland vs England Match: টেস্ট নয় টি-১০, আটজন ফিল্ডার দাঁড়িয়ে স্লিপে! অদ্ভুত ফিল্ডিং প্লেসমেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল