ইংল্যান্ড একাদশের বিরুদ্ধে ফিনল্যান্ডের ম্যাচে ঘটল এমন ঘটনা। তাও আবার ম্যাচের একেবারে শুরুতে। ওই ম্যাচের প্রথম বলেই ফিনল্যান্ডের বোলার আমজাদ শের স্লিপে আটজন ফিল্ডার দাঁড় করিয়ে দিলেন। দর্শক, ধারাভাষ্যকার থেকে শুরু ক্রিকেটপ্রেমীরাও এমন কাণ্ড দেখে অবাক। উইকেটকিপারের পাশে দাঁড়িয়ে ছিলেন আটজন ফিল্ডার। মাত্র ১ জন ফিল্ডার ছিলেন লেগ স্লিপে। যার জেরে দুজন ব্যাটসম্যান সমেত মাঠে থাকা দু'দলের মোট ১৩ জন ক্রিকেটারকে এক ফ্রেমে দেখা যাচ্ছিল।
advertisement
আরও পড়ুন- SRH vs CSK First innings : চেন্নাইয়ের দুরন্ত বোলিংয়ে ব্যাকফুটে হায়দরাবাদ
এমন অদ্ভুত ফিল্ডিং প্লেসমেন্ট করেও অবশ্য ফিনল্যান্ডের রক্ষে হয়নি। তারা ম্যাচ হারে ১৪ রানে। ইংল্যান্ড একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১১৩ রান তোলে। ড্যান লিঙ্কন করেন ৫৬ রান। অ্যান্ডি রিস্টন করেন অপরাজিত ২৫ রান। পাল্টা ব্যাট করতে নেমে ফিনল্যান্ডের ইনিংস ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯৯ রানে শেষ হয়ে যায়। ম্যাচের প্রথম বলে যখন আটজন স্লিপে দাঁড়িয়ে ছিলেন তখন ক্রিজে ব্যাটসম্যান ছিলেন লিউক ওয়েব।