TRENDING:

KKR: সাকিবের বদলি ৪ ক্রিকেটারের নাম বিচার করছে নাইট রাইডার্স! শীঘ্রই ঘোষণা হতে পারে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলতি আইপিএলের যে দল সবচেয়ে সমস্যার মুখে এই মুহূর্তে তার নাম কলকাতা নাইট রাইডার্স। চোট, সঠিক সময় ক্রিকেটারদের না পাওয়া বিভিন্ন সমস্যা লেগেই আছে। বাংলাদেশ বোর্ডের নিয়মের কারণে সাকিবের এবার কেকেআর জার্সিতে খেলা হচ্ছে না। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরটি থেকে বেরিয়ে এসেছেন।
শাকিবের জায়গায় আসতে পারেন এই দুই ক্রিকেটার
শাকিবের জায়গায় আসতে পারেন এই দুই ক্রিকেটার
advertisement

কেকেআরের পক্ষ থেকে তার বদলে অন্য কাউকে নেওয়ার অনুমোদন চাওয়া হয় সাকিবের কাছে। সুসম্পর্কের কারণে সাকিবও আর আপত্তি করেননি। বিশ্বসেরা অলরাউন্ডারকে না পাওয়ায় বিকল্প খুঁজছে কেকেআর। সাকিবের বিপল্প হিসেবে আলোচনায় রয়েছেন পাঁচ ক্রিকেটার :

অ্যাডাম মিলনে: কলকাতার স্কোয়াডে বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছেন। তাই তারা একজন গতি তারকা দলে ভেড়ানোর দিকে মনোযোগ দিতে পারে। দলে লকি ফার্গুসন থাকলেও তিনি ফিট নন। তাই অ্যাডাম মিলনে হতে পারেন দারুণ এক অপশন। তবে তার সম্ভাবনা যে খুব বেশি এমনটা নয়।

advertisement

মহম্মদ নবি: আফগানিস্তানের সাবেক অধিনায়ক গতবারও কেকেআরে ছিলেন। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। এবার তাকে আবার দলে নিতে পারে কেকেআর। সাকিবের মতোই স্পিনের পাশাপাশি ভাল ব্যাট করতে পারেন নবি। আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের আফগান তারকার।

ওয়েন পারনেল: দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ওয়াইন পারনেল এবারের আসরের নিলামে কোনো দল পাননি। কলকাতার বিবেচনায় তিনিও থাকতে পারেন। বাঁহাতি বোলার, প্রয়োজনে ব্যাট হাতে কিছু রান করতে পারেন।

advertisement

টম ল্যাথাম: ভারতীয় উইকেটে খুব ভাল পরিসংখ্যান রয়েছে নিউজিল্যান্ডের টম ল্যাথামের। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি উইকেটরক্ষকও তিনি। তাই বাড়তি সুবিধা পেতে পারে কেকেআর। টম একটা ইনিংস তৈরি করতে পারেন।

তবে সাকিবের জায়গায় কেকেআরের তালিকায় শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা থাকলেও তাকে দলে নিয়ে নিয়েছে গুজরাত টাইটানস। ফলে শাহরুখ খানের দলকে যা সিদ্ধান্ত নিতে হবে তা অত্যন্ত তাড়াতাড়ি নিতে হবে।

advertisement

দ্যারেল মিচেল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনেকেই আবার মনে করছেন সাকিবের যোগ্য পরিবর্তন হিসেবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার দ্যারেল মিচেল আসতে পারেন কেকেআরে। এর আগে তিনি রাজস্থানের জার্সিতে আইপিএল খেলেছেন বটে। যদিও পারফরম্যান্স উল্লেখযোগ্য নয়। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক পারফর্ম করেছিলেন তিনি।

বাংলা খবর/ খবর/খেলা/
KKR: সাকিবের বদলি ৪ ক্রিকেটারের নাম বিচার করছে নাইট রাইডার্স! শীঘ্রই ঘোষণা হতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল