২০১৯ সাল থেকে ফিজির মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক আঙিনায় যাত্রা শুরু করেছিল। শুরুর দিকে অন্যান্য নতুন দেশগুলির মতই একের পর এক ধাক্কা খেতে হয়েছে। তবে ফিজির মহিলা দলের ক্ষেত্রে তা একটু বেশিই ছিল। চার বছর ধরে টানা ১৯টি ম্যাচ হারের যন্ত্রণা সহ্য করতে হয় ফিজির মহিলা দলকে। যা একটি লজ্জার রেকর্ডও। অবশেষে ২০ তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল ফিজির মহিলা দল। তাও আবার সামোয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের হাসি হাসল ফিজি।
advertisement
আরও পড়ুনঃ বর্ডার গাভাসকর ট্রফি জিতে এমন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, যা অস্ট্রেলিয়ার পক্ষে ভাঙা কার্যত অসম্ভব
প্রসঙ্গত, প্যাসিফিক আইল্যান্ডের উইমেন্স ক্রিকেট চ্যালেঞ্জের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফিজি ও সামোয়ার মহিলা দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সরে সামোয়া। সামোয়ার হয়ে সর্বোচ্চ ১৫ করে রান করেন কোলোতিতা নোনু, ফ্লোরেন্স আগাইমালো এবং মাতিলে উইলায়ো। ফিজির হয়ে তিনটি উইকেট নেন রুসি মুরিয়ালো। রান তাড়া করতে নেমে ১৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ফিজি। সর্বোচ্চ ৪৯ রান করেন রুসি মুরিয়ালো। ব্যাটে বলে অনবদ্য পারফর্ম করে ম্যাচের সেরা রুসি মুরিয়ালো। প্রথম জয়ের স্বাদ পেয়ে উৎসব মাতে গোটা দল।