TRENDING:

FIFA World Cup 2026 Groups: চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ, সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা? দেখে নিন

Last Updated:

FIFA World Cup 2026 Final Draw Highlights: বিশ্বকাপের ‘গ্রুপ অফ ডেথ’-এ এবার বলা যেতে পারে ফ্রান্স আর ইংল্যান্ড। ফ্রান্সের গ্রুপে রয়েছে সেনেগাল, নরওয়ে। অর্থাৎ এমবাপে বনাম হালান্ড।

advertisement
নিউইয়র্ক: পরের বছর (২০২৬) ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। অপর দুই আয়োজক কানাডা এবং আমেরিকা। কানাডা প্রথম ম্যাচ খেলবে উয়েফা প্লে-অফ এ-র বিজয়ী দলের বিরুদ্ধে। আমেরিকার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই দু’টি খেলা হবে ১২ জুন। বাকি সূচি শনিবার প্রকাশ্যে আসবে। বিশ্বকাপের ‘গ্রুপ অফ ডেথ’-এ এবার বলা যেতে পারে ফ্রান্স আর ইংল্যান্ড। ফ্রান্সের গ্রুপে রয়েছে সেনেগাল, নরওয়ে। অর্থাৎ এমবাপে বনাম হালান্ড। অন্যদিকে ইংল্যান্ডের গ্রুপে ক্রোয়েশিয়া, ঘানা। সুইডেন বা পোল্যান্ড কোয়ালিফাই করলে নেদারল্যান্ডসের গ্রুপও কঠিন হয়ে যাবে। ভুললে চলবে না, ‘ব্লু সামুরাইরা’ আছে সেই গ্রুপে। যদিও এবারে গ্রুপে তৃতীয় হলেও নক আউটে ওঠার সুযোগ থাকছে। ব্রাজিলকে প্রথম ম্যাচ খেলতে হবে মরক্কোর সঙ্গে। তারা ছাড়া বাকি দুই প্রতিপক্ষ সহজ। আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।
চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ
চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ
advertisement

আরও পড়ুন– জন্মহারের রেকর্ড এবার তলানিতে ! ৩ দশক পর কন্ডোমের উপর কর আরোপ করছে চিন

আরও পড়ুন– রাশিফল মিথুন, ২০২৬: দেখে নিন কেমন যাবে সারা বছর, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া প্রজাতন্ত্র, উয়েফা প্লে-অফ ডি বিজয়ী।

advertisement

গ্রুপ বি: কানাডা, উয়েফা প্লে-অফ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ সি: ব্রাজ়িল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ডি: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে-অফ সি বিজয়ী।

গ্রুপ ই: জার্মানি, কুরাসায়ো, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, উয়েফা প্লে-অফ বি বিজয়ী, টিউনিশিয়া।

advertisement

গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জ়িল্যান্ড।

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে-অফ ২ বিজয়ী, নরওয়ে।

গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ কে: পর্তুগাল, ফিফা প্লে-অফ ১ বিজয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া।

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধাকে তুড়িতে উড়িয়েছেন! ১৫০ টাকায় শুরু ব্যবসাই বদলে দিয়েছে বাসুদেবের জীবন...
আরও দেখুন

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
FIFA World Cup 2026 Groups: চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ, সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল