এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হীন পর্তুগাল ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। সুইৎজারল্যান্ডও খুব একটা নিজেদেরকে গুটিয়ে রাখেনি। লুসেইল স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণে চলে খেলা। তবে গোলের মুখ খুলতে বেশি সময় নেয়নি ফার্নান্ডো স্যান্টোসের দল। ম্যাচের ১৭ মিনিটেই থ্রু থেকে প্রথম পোস্ট দিয়ে রকেট গতির শট জালে জড়িয়ে দেন গনজালো রামোস। যেই শটের কোনও জবাব ছিল না সুইস গোলকিপার সোমেরের কাছে।
advertisement
প্রথম গোল করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পর্তুগাল। বারবার সাকেরি-জাকাদের ডিপ ডিফেন্সে হানা দিতে থাকে পর্তুগালের অ্যাটাকিং লাইন। ম্যাচের ৩৩ মিনিটে দ্বিতীয় গোল পায় পর্তুগাল। কর্ণার থেকে দুরন্ত হেডে এবার সুইস ডিফেন্স ও সোমেরকে ভেদ করেন পেপে। ২ গোলে এগিয়ে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় পর্তুগাল। আরও বেশ কয়েকটি গোলের সুযোগ এসেছিল। গনজালো রামোস সেই সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়তেই পারত। দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে মাঠে দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।
