TRENDING:

রোনাল্ডো হীন পর্তুগালের দাপট, সুইসদের বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে ২-০ গোলে

Last Updated:

বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে চলছে দুই ইউরোপীয় শক্তির লড়াই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না রেখে চমক দেন ফেরান্ডো স্যান্টোস। তারপরও সুইসদের বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে পর্তুগাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ ফার্নান্ডো স্যান্টোসের এমন সিদ্ধান্ত অবাক করেছিল অনেককেই। কিন্তু ম্যাচের প্রথমার্ধে রোনাল্ডোকে ছাড়া অনবদ্য ফুটবল খেললে প্রাক্তন উইরো চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধেই সুইসদের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে পর্তুগীজরা। দলের হয়ে গোল করলেন রোনাল্ডোর জায়গায় খেলা গনজালো রামোস ও অভিজ্ঞ ডিফেন্ডার পেপে।
advertisement

এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হীন পর্তুগাল ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। সুইৎজারল্যান্ডও খুব একটা নিজেদেরকে গুটিয়ে রাখেনি। লুসেইল স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণে চলে খেলা। তবে গোলের মুখ খুলতে বেশি সময় নেয়নি ফার্নান্ডো স্যান্টোসের দল। ম্যাচের ১৭ মিনিটেই থ্রু থেকে প্রথম পোস্ট দিয়ে রকেট গতির শট জালে জড়িয়ে দেন গনজালো রামোস। যেই শটের কোনও জবাব ছিল না সুইস গোলকিপার সোমেরের কাছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রথম গোল করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পর্তুগাল। বারবার সাকেরি-জাকাদের ডিপ ডিফেন্সে হানা দিতে থাকে পর্তুগালের অ্যাটাকিং লাইন। ম্যাচের ৩৩ মিনিটে দ্বিতীয় গোল পায় পর্তুগাল। কর্ণার থেকে দুরন্ত হেডে এবার সুইস ডিফেন্স ও সোমেরকে ভেদ করেন পেপে। ২ গোলে এগিয়ে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় পর্তুগাল। আরও বেশ কয়েকটি গোলের সুযোগ এসেছিল। গনজালো রামোস সেই সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়তেই পারত। দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে মাঠে দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডো হীন পর্তুগালের দাপট, সুইসদের বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে ২-০ গোলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল