নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল ০-০। তারপর অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও খেলার ফলাফল আসেনি। টাইব্রেকারে ৩-০ ব্যবধানে বাজিমাত করে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে মরক্কো। ইউরোর সেমি ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। বিশ্বকাপেও সেই কাঁটা উপরাতে পারল না লুই এনরিকের দল।
এদিন ম্যাচের প্রথম থেকেই নিজেদের মধ্যে পাসের ফুলঝুরি খেলে আক্রমণে ওঠার চেষ্টা করে স্পেন। অপরদিকে, রক্ষণকে শক্তিশালী রেখে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে মরক্কো। প্রথমার্ধে দুই দলই খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের ঝাঁঝ বাড়ায়। তবে গোল আসেনি। এরপর অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি।
advertisement
টাইব্রেকারে মরক্কোর হিরো বনে যান মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনু। স্পেনের প্রথম শট পোস্টে লাগলেও তারপর টানা ২টি শট সেভ করেন তিনি। অপরদিকে চারটির মধ্যে তিনটি শটে গোল করে মরক্কোর ফুটবলে নতুন ইতিহাস লিখল ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল। কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ও সুইজারল্যান্ড ম্যাচে জয়ী দেশের সঙ্গে খেলবে মরক্কো।