TRENDING:

কোস্টারিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে জাপান, ম্যাচের প্রথমার্ধের ফল গোলশূন্য

Last Updated:

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি এশিয়ার শক্তিধর দেশ জাপান ও কোস্টারিকা। ম্যাচের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি ফুটবল হলেও কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদ বিন আলি স্টেডিয়াম: জার্মানির মত চারবারের বিশ্বজয়ী দলকে হারিয়ে কাতার বিশ্বকাপের শুরুটা দুরন্ত করেছে জাপান। পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে এনেছিল ব্লু সামুরাইরা। দ্বিতীয় ম্যাচে কোস্টিরিকার বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়েই লড়াই করছে এশিয়ার শক্তিধর দেশটি। ম্যাচের প্রথমার্ধে দুই দলই খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে জাপান-কোস্টারিকা ম্যাচের প্রথমার্ধের খেলার ফল গোলশূন্য।
advertisement

ম্যাচের প্রথমার্ঝের দুই দলই ধীরে চলো নীতি নিয়ে খেলা শুরু করে। রক্ষণকে শক্তিশালী রেখে কাউন্ডার অ্যাটাক নির্ভরশীল ফুটবল খেলে জাপানের কোচ হাজিমি মোরিইয়াসু ও কোস্টারিকা কোচ লুইস ফার্নান্ডেজ সুরারেজ। ম্যাচের প্রথমার্ধে বল পজিশনে কোস্টারিকা জাপানের থেকে এগিয়ে থাকলেও সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছে ডোয়ান, কামাডা, সোমা, উয়েডারা।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

অপরদিকে, প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ৭ গোল হজম করার পর দ্বিতীয় ম্যাচ জাপানের বিরুদ্ধে ছিল কোস্টারিকার সম্মান রক্ষা ও জয়ে ফেরার ম্যাচ। প্রথমার্ধে খেলায় সেই মরিয়াভাব দেখা যায় ক্যাম্পবেল, টোরেস, কন্ট্রিরাসদের খেলার মধ্যে। স্পেন ম্যাচের থেকে এদিন অনেক বেশি সংঘবদ্ধ দেখায় কোস্টারিকাকে। তবে ম্যাচের প্রথমার্ধে গোল মুখ শুলতে পারেনি কোস্টারিকা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কোস্টারিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে জাপান, ম্যাচের প্রথমার্ধের ফল গোলশূন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল