একটি ত্বকের ক্রিমের প্রচারের জন্য ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ম্যানুয়েল নয়্যার। সেখানেই তিনি জানিয়েছেন স্কিন ক্যানসারে আক্রান্ত তিনি। মারণ রোগের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে লড়াই করছেন তিনি সেই কথাও জানিয়েছেনয়। এর একধিকবার ক্যানসারের চিকিৎসার জন্য অপারেশনও হয়েছে জার্মানির গোলরক্ষকের। তবে কবে থেকে তিনি ক্যানসারেআক্রান্ত সেই কথা জানাননি।
ম্যানুয়েল নয়্যার ওই ভিডিওতে বলেছেন,'আমি স্কিন ক্যানসারে আক্রান্ত হয়েছিলাম। তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে আমাকে। আসলে আমরা খেলোয়াড়রা সারাদিন রোদে অনুশীলন করি। ছুটি কাটাতেও আমরা রোদেই যায়। তাই সান প্রোটেকশন দরকার।' খেলোয়ার হওয়ায় রোদেই বেশিরভাগটা সময় কাটাতে হয়। তাই স্কিন নিয়ে তিনি কতটা যত্ববান সেই কথাও জানান নয়্যার। ভিডিওতে ছিলেন টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবের। যার চর্মরোগের ইতিহাস রয়েছে।
আরও পড়ুনঃ সেমি ফাইনালের টিকিট কী পাকা হয়ে গেল ভারতের, না এখনও পথে রয়েছে কাঁটা
প্রসঙ্গত, বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ম্যানুয়েল নয়্যার। অক্টোবরের শুরুতে বুন্দেশলিগার একটি ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। তবে বর্তমানে তিনি অনেকটা সুস্থ। অনুশীলনও শুরু করেছেন। বিশ্বকাপের আগে চূড়ান্ত ফিট হয়ে ওঠাই তার প্রধান লক্ষ্য। তবে স্কিন ক্যানসারে আক্রান্ত হওয়ার জন্য তার খেলতে কোনও সমস্যা হয় না। ফিট হয়ে গেলে বিশ্বকাপেও েদখা যানবে তাকে।