মেসিরা বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনায় উৎসব শুরু হয়ে যায়। গোটা দেশ অপেক্ষা করছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। মঙ্গলবার ভোররাতে দেশের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি-স্কালোনিরা। দিনটিকে ইতিমধ্যেই জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে সরকার। হুড খোলা বাসে করে ট্রফি হাতে করে গোটা শহর পরিক্রমা করেন মেসিরা। জনজোয়ারে ভেসে আর্জেন্টিনা দল পৌছায় রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করা হয় সেখানে। দেওয়া হয় সংবর্ধনা।
advertisement
আরও পড়ুনঃ ভয়ঙ্কর বিপদ থেকে প্রাণে বাঁচলেন মেসিরা, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
প্রসঙ্গত,প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে ম্যাচের প্রথমার্ধে মেসি ও দি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স। নির্ধারিচ সময়ে খেলার স্কোর ছিল ২-২। অতিরিক্ত সময়ে মেসির গোলে ফের লিড পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে ফের ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। নিজের হ্যাটট্রিকও পূরণ করেন। তারপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।