সেমি ফাইনালে হারের ধাক্কা ভুলে নতুন উদ্যোমে তৃতীয় পজিশনের ম্যাচে নামে ক্রোয়েশিয়া ও মরক্কো। গতবার রানার্সআপ হলেও এবার তৃতীয় স্থান পাকা করতে এদিন ম্যাচের শুরু থেকেই মরিয়া দেখায় জ্লাততো দালিচের দলকে। অপরদিকে, ফাইনালে ওঠার স্বপ্ন হাতছাড়া হলেও তৃতীয় স্থান অধিকার করে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজেদের স্মরণীয় করে রাখার লক্ষ্যে ঝাপায় ওয়ালিদ রেগ্রাগুইয়ের ছেলেরা।
advertisement
ম্যাচের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি ফুটবল খেলে দুই দল। গোটা প্রতিযোগিতায় দুই দল ডিফেন্সিভ ফুটবল খেললেও এদিন আক্রমণাত্মক মেজাজেই খেলা শুরু করে ক্রোয়েশিয়া ও মরক্কো। ম্যাচের ৭ মিনিটেই প্রথম গোলের মুখ খোলে ক্রোটরা। ক্রস থেকে দুরন্ত হেডে গোল করেন গ্যাভ্রাডিওল। যদিও লিড মাত্র ২ মিনিট ধরে রাখতে পেরেছিল ক্রোটরা। ম্যাচের ৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান আসরফ দারি।
এর পর আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলতে থাকে। দুই দলই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে কিন্তু কাজের কাজ হচ্ছিল না। তবে প্রথমার্ধে মাঝমাঠের রাশ বেশ হাতে ছিল ক্রোয়েশিয়ার। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে দালিচের দল। যার ফলস্বরূপ ম্যাচের ৪৩ মিনিটে চোখ ধাঁধানো গোল করেন অরিসিচ। যা এই বিশ্বকাপের অন্যতম সেরা। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রোয়েশিয়া।