ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে নাকি মাথা ছুঁইয়ে উরুগুয়ের নেটে বল জড়িয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ সেলিব্রেশনে মাতেন মহা তারকা৷ এই গোলটি উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল৷
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নবম বিশ্বকাপের গোল করে ফেললেন নতুন রেকর্ড ছুঁয়ে ফেললেন এই সময় যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেলিব্রেশন থেকে মনে হচ্ছে ঠিক তখনই বোঝা গেল সেলিব্রেশনেই সার! গোল আসলে ব্রুনোর ক্রস থেকেই হয়ে গেছে৷ স্পট জাম্পে রোনাল্ডোর মাথা হাওয়ায় ভাসলেও তিনি তা ছুঁতে পারেননি৷
advertisement
বলও ছুঁতে পারেননি , গোলও তাঁর নয়, আর ছুঁতে পারেননি ইউসেবিওকেও৷
এমনকি রোনাল্ডোর সেলিব্রেশনের ধরণ দেখে নেটিজেনরাও তাঁর কৃতিত্বকে কুর্নিশ করা শুরু করেন৷
কিন্তু কিছুক্ষণেও তাঁর ভুল ভাঙে৷ সকলেই বলতে থাকে হেডারে উড়লেও, সেলিব্রেশনে মাতলেও গোলটা আদপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নয়৷ গোলটা তাঁরই নিজের সেলিব্রেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে গোলটা তাঁরই, কিন্তু প্রযুক্তি ততক্ষণে গোলটিকে ব্রুনোর নামের পাশেই দিয়ে দিয়েছে৷
আরও পড়ুন - উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ফেলল রোনাল্ডোর পর্তুগাল, নায়ক ব্রুনো ফার্নান্ডেজ
তাই প্রথমে সিআর সেভেনের নামের পাশে গোলটা থাকলেও পরে তাঁর প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজের নামের পাশে চলে যায়৷
আল্ট্রা এজে দেখা যায় যে কাপ ও ঠোঁটের মধ্যের যে সূক্ষ্ম ফারাকটা রয়েছে সেটাই এদিন রোনাল্ডোর স্পট জাম্প ও বলের মধ্যে ছিল৷
ক্যামেরা ৩৭ বছরের রোনাল্ডোর ওপর যায় কারণ গোল স্কোরারে তাঁর নাম বদলে গেছে৷ তাঁর মুখে স্তিমিত হাসি সাধারণ দর্শকদরে আবারও আজব পরিস্থিতিতে ফেলে দেয়৷
এদিকের দ্বিতীয় গোলটিও তাঁরই৷ পেনাল্টি স্পট থেকে গোল করে যান তিনি৷ তিনি পরিষ্কার জানিয়েছেন আসলে এটা কে শেষ বল ছুঁয়েছে তার ওপর নির্ভর করে৷