মৃত ফুটবলারের নাম আন্দ্রেস বালান্টা। ২২ বছরের ওই ফুটবলারের কলম্বিয়ার বাসিন্দা ছিলেন। তিনি খেলতেন আর্জেন্টিনার প্রথম ডিভিশনের ক্লাব আতলেতিকো টুকুমানে। মঙ্গলবার ক্লাবের অনুশীলন চলাকালীন হঠাৎই অসুস্থ অনুভব করেন আন্দ্রেস বালান্টা। তারপরই মাঠে পড়ে যান তিনি। আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়।
advertisement
প্রাথমিক চিকিৎসায় কোনও উন্নতি না হওয়ায় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় টুকুমান হেল্থ সেন্টার হাসপাতালে। সেখানে ডাক্তাররা যাবতীয় চেষ্টী করলও বাল্টান্টার অবস্থার কোনও উন্নতি হয়নি। অবস্থা খারাপ হওয়াতে বালান্টাকে নিয়ে যাওয়া হয় সেন্ত্রো দ্য সালুড হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কলম্বিয়ার অনুর্ধ্ব ২০ দলের হয়েও খেলেছেন আন্দ্রেস বালান্টা। দেপোর্তিভো সালি, আতলেতিকো সহ আরও বেশ কিছু ক্লাবে খেলেছেন তিনি। এমন এক ফুটবলারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব।