TRENDING:

সাম্বা ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া, প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ব্রাজিল

Last Updated:

বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারল না দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ৫ বারের বিশ্বজয়ীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#স্টেডিয়াম ৯৭৪: গোল পেলেন ভিনিসিয়ার জুনিয়র, নেইমার, রিচার্লসন, লুকাস পাকুয়েতা। প্রি কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সাম্বা ঝড় দেখল ফুটবল বিশ্ব। ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করল গুয়ে-সাং চো, হোয়াং হি-চান, সন হিউং মিনদের দক্ষিণ কোরিয়া। ম্যাচের প্রথমার্ধের শেষে ৪-০ গোলে এগিয়ে ৫ বারের বিশ্ব জয়ীরা।
advertisement

কোরিয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নামান তিতে। চোট সারিয়ে দলে ফেরেন নেইমার। প্রথম থেকেই মাঝমাঠের দখল নিয়ে দুই প্রান্ত সাঁড়াশি আক্রমণ শানায় ব্রাজিল। যার কোনও জবাব ছিল না কোরিয়ার কাছে। ম্যাচের ৭ মিনিটেই দলের হয়ে প্রথম গোল করেন ভিনিসিয়ার জুনিয়র। প্রথম গোলের সেলিব্রেশন শেষ হতে না হতে ৬ মিনিটের মধ্যে আসে দ্বিতীয় গোল।

advertisement

বক্সের মধ্যে রিচার্লসনক ফাউল করেন কোরিয়ান ডিফেন্ডার। পেনাল্টির সিদ্ধান্ত নিতে কোনও দেরি করেননি ম্যাচ রেফারি। চোট সারিয়ে মাঠে ফেরেই পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত নেন নেইমার। আর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দুলকি চালে কোরিয়ার গোলকিপার নাচিয়ে ডান পোস্টের কর্ণার থেকে অনবদ্য ফিনিশ করেন নেইমার জুনিয়ার। এরপর সেই সাম্বার ছন্দে মন মাতানো সেলিব্রেশন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২ গোলে এগিয়ে গিয়েও আক্রমণের ঝাঁঝ এতটুকু কমায়নি তিতের দল। লাগাতার কোরিয়ার ডিপ ডিফেন্সে হানা দিতে থাকেন রাফিনা, পাকুয়েতা, নেইমার, জুনিয়র, রিচার্লসনরা। ম্যাচের ২৯ মিনিটে দুরন্ত ওয়ান টাচ ফুটবল থেকে দলের হয়ে তৃতীয় গোল করেন রিচার্লসন। তার ঠিক সাত মিনিট পড়ে স্কোরশিটে নিজের নাম তোলেন লুকাস পাকুয়েতা। এরপর প্রথমার্ধে আরও সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তেই পারত ব্রাজিলের পক্ষে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সাম্বা ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া, প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ব্রাজিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল