এদিন ম্যাচের প্রথম থেকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে বেলজিয়াম। বল পজিশন নিজেদের দখলে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে উইটসেল, থর্গান হ্যাজার্ড, কেভিন ডি ব্রাউনরা। অপরদিকে, রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার রণনীতি নেয় মরক্কো। ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলমুখী গড়ে তোলে বেলজিয়াম। কিন্তু কিছুতেই কাজের কাজটা হয়নি।
advertisement
আরও পড়ুনঃ ব্রাজিল বিশ্বকাপ জিতলেই বিলি করবেন নগ্ন ছবি, ঘোষণা নেইমারের দেশের সুপার সেক্সি মডেলের
ম্যাচের প্রথমার্ধে ৭০ শতাংশ বল পজিশন দখলে রেখেছিল রবের্তো মার্টিনেজের ছেলেরা। অপরদিকে, সীমিত সুযোগেই প্রথমার্ধের শেষ মুহূর্তে জালে বল জড়িয়ে দিয়েছিল মরক্কো। কিন্তু ভাগ সাথ দেয়নি ওয়ালিদ রেগরাগুইয়ের দলের। কারণ সেই গোল অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। ফলে প্রথমার্ধে বেলজিয়ামের প্রভাব বেশি থাকলেও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনও দল।