বিগত ও চলতি দুটি বিশ্বকাপে বেলজিয়ামকে কাপ জয়ের অন্যতম দাবিদার ধরা হয়েছিল। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হয়েই সন্তষ্ট থাকতে হয়েছিল রবের্তো মার্টিনেজের দলকে। কিন্তু ২০২২-এ কানাডার বিরুদ্ধে জিতলেও, মরক্কোর বিরুদ্ধে হার ও ক্রোটদের বিরুদ্ধে ড্র করে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় বেলজিয়াম। তারপরই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মার্টিনেজ। আর এবার বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের দায় নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ইডেন হ্যাজার্ড।
advertisement
নিজের ইনস্টাগ্রামে অবসরের কথা জানান হ্যাজার্ড। পোস্টে তারকা ফুটবলার লেখেন,‘এ বার জীবনের একটা পাতা ওল্টাতে হচ্ছে। যাদের ভালোবাসা পেয়েছি, তাদের ধন্যবাদ। সব সময় যাদের পাশে পেয়েছি, তাদের ধন্যবাদ। ২০০৮ সাল থেকে জয়ের যে সব মুহূর্ত তুলে ধরতে পেরেছি, উপভোগ করতে পেরেছি, তার জন্যও ধন্যবাদ। আজ আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি। পরের প্রজন্ম তৈরি। জাতীয় দলের হয়ে খেলাটাকে মিস করব।’
আরও পড়ুনঃ বিশ্বকাপে মোট ৫ বার সাক্ষাৎ আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের, কী হয়েছিল ফলাফল
বেলজিয়ামের হয়ে ২০০৮ সালে অভিষেক হয় ইডেন হ্যাজার্ডের। দেশের জার্সি গায়ে মোট ১২৬টি ম্যাচ খেলেছেন তিনি। তার মোট গোলসংখ্যা ৩৩। দেশের জার্সি গায়ে অনেক ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছেন। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে অ্যাজার বেলজিয়ামের বর্ষসেরা ফুটবলার হন। এমনকী ২০১৮ সালে তিনি তাঁর দেশের বর্ষসেরা ক্রীড়াবিদও হন। কিন্তু ইউরো কাপ বা বিশ্বকাপে দেশের হয়ে ট্রফি জয়ের সৌভাগ্য হয়নি। জাতীয় দলের জার্সি তুলে রাখলও ক্লাব ফুটবল খেলবেন হ্যাজার্ড।