এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছু সময় আগে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে বাড়ানো ক্রসে হেড করতে যান মেসি। পোলিশ গোলরক্ষকের সঙ্গে তার ধাক্কা লাগে। রেফারির ভার পদ্ধতির মাধ্যমে দেখে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইম মহতারকা। দুরন্ত সেভ করেন পোল্যান্ডের গোলকিপার।
advertisement
এই পেনাল্টি মিসের সৌজন্য লজ্জার লজ্জার রেকর্ড বুকে নাম লেখালেন লিওনেল মেসি। কারণ তিনিই হলেন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম প্লেয়ার যিনি বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছেন। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। এবার পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করে অচাওযা রেকর্ডের মালিক হলেন লিও।
আরও পড়ুনঃ চাবুক ফিগারে যেন মাখনের প্রলেপ, ব্রাজিল তারকার স্ত্রীকে দেখলে সন্মোহিত হবেন আপনিও
প্রসঙ্গত, এদিন ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের মুখ খোলে আর্জেন্টিনা। ম্যাচের ৪৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোল এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। তারপর আক্রমণের ঝড় বজায় রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৭ মিনিটে দলের দ্বিতীয় গো করেন জুলিয়ান অ্যালভারেজ। এই জয়ের ফলে রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।