মেগা ম্যাচে নামার আগে এমনিতেই নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গাল পুরোনো শত্রুদের বিরুদ্ধে 'প্রতিশোধের' ডাক দিয়েছেন। আর ডাচ কোচ ভালো করেই জানেন আর্জেন্টিনাকে আটকে রাখতে হলে তার সবার প্রথমে মেসিকে আটকে রাখতে হবে। তাহলে সেখানেই অর্ধেকের বেশি ম্যাচ জেতা হয়ে যাব। আর ম্যাচর আগে কার্যত আর্জেন্টিনা শিবিরে কম্পন ধরানোর জন্য ঘোষণা করে দিলেন মেসিকে আটকানোর জন্য তৈর রণনীতি তৈরি।
advertisement
সাংবাদিক বৈঠকে মেসিক আটকাতে তার কী ছক তা জানতে চাওয়া হলে ভ্যান গাল সেভাবে মুখ খোলেননি। শুধু বলেছেন,'আমরা কোনও পরিকল্পনার কথা আগে থেকে জানাব না। সেটা করলে বোকামো হবে। কিন্তু মেসিকে আটকানো ততটাও কঠিন নয়। ওর পাস দেওয়ার জায়গা বন্ধ করে দিতে হবে। তা হলে ও আর দলকে খেলাতে পারবে না। এর থেকে বেশি কিছু বলব না।' ফলে মেসিকে রোখার পরিকল্পনা যে তার প্রস্তুত রয়েছে তা নেদারল্যান্ডস কোচের কথায় স্পষ্ট।
আরও পড়ুনঃ ব্রাজিলের প্রতি গোলে একবার করে নগ্ন হবেন, ঘোষণা সুপার হট অ্যান্ড সেক্সি মডেলের
পাশাপাশি মেসির প্রশংসাও শোনা গিয়েছে লুই ভ্যান গালের গলায়। তিনি বলেছেন,‘মেসি যেমন মাঠের মধ্যে একাধিক সুযোগ তৈরি করতে পারেন, তেমনই সেই সুযোগকে কাজে লাগাতেও জানেন।’ ফলে এদিন মেসির বাঁ পায়ের ম্যাজিক না লুই ভ্যানগালের মগজাস্ত্র জেতে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।