শনিবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন লিওনেল মেসি। একটি সংস্থার বিজ্ঞাপনী প্রচারের উদ্দেশ্যে এই পোস্ট হলেও তার মাধ্যমেই আর্জেন্টিনা অধিনায়ক বুঝিয়ে দিলেন কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে মহারণে নামার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। ছবিতে দেখা যায় মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন মেসি। সেইছবি শেয়ার করে মেসি লিখেছেন ‘ফাইনালের জন্য আমি তৈরি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
advertisement
দুটি ছোট বাক্য খরচ করে যে বার্তা দিয়েছেন মেসি তাতে তাকে নিয়ে বিশ্ব জুড়ে ফ্যানেদের যাবতীয় চিন্তা মুহূর্তে দূর হয়ে গিয়েছে। মেসির বার্তায় শুধু ফ্যানেরাই নন, উজ্জীবিত তার দলও। যদিও আর্জেন্টিনা দলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল মেসির কোনও সমস্যা নেই, তিনি পুরোপুরি তৈরি ফাইনালের জন্য। মহাতারকার ফেসবুক পোস্ট যেন তাতেই শীলমোহর দিল।
আরও পড়ুনঃ শুধু বিশ্বকাপ জয় নয়, ফাইনালে মেসির সামনে ৭টি রেকর্ড গড়ার হাতছানি
প্রসঙ্গত, কাতারের লুসেইল স্টেডিয়াম অপেক্ষায় ২০২২-এর ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নের। রবিবার শেষ হাসি কে হাসবেন লিওনেল মেসির আর্জেন্টিনা না কিলিয়ান এমবাপের ফ্রান্স তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মেসির চোখের জল ২০২২-এ কাতার বিশ্বকাপে হাসিতে বদলায় কিনা তার উত্তর তো দেবে সময়। মেসির হাতে কাপ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।