বর্তমানে ইব্রা ক্লাব ফুটবল খেলেন এসি মিলানে। দুবাইতে ক্লাবের শীতকালীন প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন তারকা স্ট্রাইকার। সেখানেই সাংবাদিক বৈঠকে জ্লাটান ইব্রাহিমোভিচ বলেন,‘আমি মনে করি এটি ইতিমধ্যেই লেখা আছে কে জিতবে, এবং আপনি জানেন আমি কাকে বলতে চাইছি। আমি মনে করি মেসি ট্রফি তুলবেন, এটা আগেই লেখা আছে’। এছাড়া ইব্রা বলেছেন,'মেসি এ বার যে ছন্দে রয়েছে তাতে যে কোনও দলকে ও হারাতে পারে। সেটাই আর্জেন্টিনাকে টেনে নিয়ে যাচ্ছে।'
advertisement
আরও পড়ুনঃ গোপনাঙ্গে মেসির ট্যাটু, বিশ্বরেকর্ড মিস বামবামের, রইল সেই ভাইরাল ছবি
প্রসঙ্গত, ক্রোটদের বিরুদ্ধেও দলের একমাত্র আশা ভরসার নাম মেসি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরের দিনও বিশ্রাম নেননি মেসি। মাঠে না নামলেও জিমে গা ঘামিয়েছেন। ম্যাচের আগের দিন অনুশীলনও খুবই শান্ত দেখিয়েছেন। আর্জেন্টিনার সমর্থকরা মনে করছেন নীরবতা-স্তব্ধতা ঝড় ওঠার আগের পূর্বাভাস। কারণ সকলেই জানেন যতই বিপক্ষ দল তাকে একাধিক ম্যান মার্কিং করুক, তার খেলার জায়গা ছোট করে দিক, একটা ছোট্ট সুযোগে গোল করে বা একটা পাসেই ম্যাচের রং বদলে দিতে পারেন লিও। তাই ক্রোটদের বিরুদ্ধে সেই মেসি ম্যাজিকই ভরসা আর্জেন্টিনার।