মাঠে মেসি ও ওচোয়াদের মুখোমুখি হওয়ার আগে মাঠের বাইরে সম্মুখ সমরে দুই দলের সমর্থকরা। সংঘর্ষে জড়িয়ে পড়ল আর্জেন্টিনা এবং মেক্সিকোর ফ্যানেরা। একে অপরের চড়াও হয় বেশ কিছি উন্মত্ত সমর্থক। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। সেখানে পরিষ্কার দেখা যায় ব্যাপক মারামারি। ঘটনায় দুই দেশেরই বেশ কিছু সমর্থক আহত হয়েছেন।
advertisement
রিপোর্ট অনুযায়ী, মেক্সিকান সমর্থকরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ব্যঙ্গ করছেন ও কু-কথা বলে। অন্যদিকে আর্জেন্টাইনরাও ছেড়ে কথা বলেননি। দোহার আল বিদ্দা পার্কে এই সংঘর্ষ বাঁধে। ভাইরাল ভিডিওতে দেখা যায় দুই দেশের সমর্থক একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছেন। লাথি, ঘুষি সবই চলছে। আশে পাশে সেভাবে পুলিস দেখা যায়নি। পরে আহতদের প্রাথমিক চিকৎসা করেন ফুটবল ফ্যানেরাই।
আরও পড়ুনঃ নাম মাত্র পোষাকে উন্মুক্ত স্তনযুগল, কাতারে ক্রোটদের সুপার হট অ্যান্ড সেক্সি ফ্যান
প্রসঙ্গত, ২৭ তারিখ ম্যাচ থেকে তার দল যে ঘুড়ে দাঁড়াবে, আসল আর্জেন্টিনাকে দেখা যাবে সেই কথা জানিয়েছেন লিওনেল মেসি। মারাদোনার প্রয়াণ দিবসেও দলকে পেপ টক দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। প্রস্তুতিতেও কোনও খামতি রাখছেন না স্কালোনি। মেক্সিকো ম্যাচে আর্জেন্টিনার জয় দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে কোটি কোটি মেসি ও আর্জেন্টিনা সমর্থকরা।