এই অবস্থায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের লোগো উন্মোচন হয়ে গেল মঙ্গলবার ৷ এর জন্য এদেশে স্বয়ং এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো ৷ প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট শ্যেপ ব্লাটার ভারতকে ঘুমন্ত দৈত্য বলেছিলেন ৷ আর ইনফ্যান্টিনো বললেন, ‘প্যাশনেট জায়ান্ট’ ৷ এখানেই থেমে থাকেননি তিনি। ফেডারেশন ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের লোগো উদ্বোধন করার পর বর্তমান ফিফা প্রেসিডেন্টের মন্তব্য, ‘‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো আবেগ রয়েছে ভারতে। এআইএফএফ-এর কাজের ভূয়সী প্রশংসা করে ইনফ্যান্টিনো বলেন, ‘‘ভারত তো আবেগের দৈত্য। এখনকার ফেডারেশন দারুণ কাজ করছে। প্রতিদিন ফুটবলের উন্নতি হচ্ছে। ফুটবল নিয়ে যুব, ছাত্র, দর্শকদের মধ্যে দারুণ আবেগ কাজ করে সব সময়। সে জন্যই মনে হচ্ছে এখনকার ফুটবল ক্রমশ উন্নতির শিখরে উঠছে। ভারতের যুবাদের মধ্যে এক নম্বর খেলা হিসাবে ফুটবলকে তুলে আনার জন্য ফেডারেশন ও ফিফা একসঙ্গে কাজ করবে।’’
advertisement