ফিফা যে সেরা তিনের তালিকা প্রকাশ করেছে সেখানে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হল্যান্ড। এছাড়া মহিলাদেরও সেরা হওয়ার দৌড়ে কারা রয়েছেন তাও জানিয়েছে ফিফা। তার হলেন আইতানা বনমাতি, লিন্ডা সাইসেডো এবং জেনিফার হারমোসো। সেরা গোলের লড়াইয়ে রয়েছেন জুলিয়ো এনসিসো, গুইলহার্ম মাদরুগা এবং নুনো স্যান্টস।
গত বছর ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ অগাস্ট পর্যন্ত পারফরম্যান্স বিচার্য হয়েছে। নিয়ম অনুযায়ী ফিফা প্রথমে ১২ ফুটবলারকে বেছে নেয়। সেখান ভোটিংয়ের মাধ্যমে সেরা ৩ মনোনীত হন। এই ভোটিং প্রক্রিয়ায় অংশ গ্রহন করেন বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক, সাংবাদিক এবং সমর্থকরা।
advertisement
প্রসঙ্গত,গতবছর ফিফার বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন লিওনেল মেসি। এবারের ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৩ -এর অনুষ্ঠান আয়োজিত হবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি। লন্ডনে হবে বর্ণাঢ্য অনুষ্ঠান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 2:36 PM IST