পর্তুগাল জিতেছিল ৬-১ ব্যবধানে। তবে মরক্কোর বিরুদ্ধে অসংখ্য সুযোগ তৈরি করেও লাভ হয়নি। হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই পর্তুগিজ হেড কোচ ফার্নান্দো স্যানটোসের এবার চাকরি যাওয়া পাকা। স্পেনের সংবাদ মাধ্যম জানিয়েছে ৮ বছর ধরে দেশের দায়িত্বে থাকা ম্যানেজারকে ছেড়ে দিতে চলেছে তারা।
সম্মান রক্ষার ক্ষেত্রে তাকে পদত্যাগ করতে বলা হবে। না শুনলে বাতিল করা হবে চুক্তি। ম্যানেজার হিসেবে অবশ্য পর্তুগালকে ইউরোপ সেরা করেছিলেন তিনি। নেশনস লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। তবে সেটা শুধু কোচের কৃতিত্ব মানতে চান না অনেকেই। এর পেছনে রোনাল্ডোর অবদান কম নয়।
advertisement
শেষ সম্মানটা তিনি দেননি পর্তুগীজ তারকাকে। তার এমন উদ্ভট সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন লুইস ফিগোর মতো পর্তুগিজ কিংবদন্তি ফুটবলার। পর্তুগিজ ফেডারেশন দুজন ম্যানেজারের নাম ভাবনা চিন্তা করছে। প্রথমজন ফনসেকা, দ্বিতীয় জন হোসে মরিনহো।
মরিনহো নিজে পর্তুগিজ হলেও জাতীয় দলের দায়িত্ব আগে পালন করেননি। যদিও ক্লাব ম্যানেজার হিসেবে তিনি কিংবদন্তি। অন্যদিকে ফনসেকা অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও, আক্রমনাত্মক ফুটবল খেলাতে ভালোবাসেন।
